TCM: কোভিড-১৯ রোগীদের সুস্থ করতে সাহায্য করেছে এই চিনা থেরাপি

Main বিদেশ ভ্রমণ স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

সংবাদ প্রভাকর টাইমস এমনই এক সংবাদ মাধ্যম যেখান থেকে আপনি নতুন কিছু সংবাদ খুঁজে পাবেন। আমরা মানুষের মনে বিশ্বাস আর ভরসা জোগানোর চেষ্টা করি।নেতিবাচক সংবাদ পরিবেশন আমাদের কাজ নয়। করোনা ভাইরাস নিয়ে যখন কিছু সংবাদ মাধ্যম এক ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশন করে চলেছে আমরা তার উলটো দিকে হেঁটে এই বিষয়ের নতুন কিছু সংবাদ পরিবেশনের চেষ্টা চালাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

Published on: মার্চ ২১, ২০২০ @ ০০:৪৮

এসপিটি নিউজ ডেস্ক: সংবাদ মাধ্যমের কাজ মানুষের কাছে সেই সংবাদ পরিবেশন করা যা পড়ে ও জেনে মানুষ উপকৃত হবে। আর যে খবর পড়ে কিংবা জেনে মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হবে সেই ধরনের খবর পরিবেশনের আমরা বিরোধী। আমরা তাই বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বে এই বিষয়ে যে ধরনের নতুন কিছু সংবাদ আসছে তাই আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছি।আর সেটা হল ট্র্যাডিশনাল চিনা মেডিসিন বা টিসিএম।

কি এই টিসিএম

বলা হচ্ছে এটা হল এক ধরনের চিনা ঐতিহ্যবাহী থেরাপি। যা প্রয়োগ করে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের নিরাময় করার সুযোগ থাকে। উত্তর চিনের অভ্যন্তরীন মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এক চিকিৎসক কর্মী এমনই থেরাপি প্রয়োগ করেছে রোগীর উপর। গত ১ মার্চ তিনি মধ্য চিনের হুবেই প্রদেশের উহানের পালুবারি হাসপাতালে রোগীর আকুপাংচার পয়েন্টের উপর এই বিশেষ ম্যাসেজ করেছেন।

এই থেরাপিতে রোগী যে সুবিধা পান

বলা হচ্ছে- এই ধরনের ম্যাসেজ যদি কোভিড-১৯ রোগীর উপর করা যায় তাহলে সেই রোগী খুবই উপকৃত হবেন। অর্থাৎ করোনাভাইরাসে আক্রনাত রোগীর দেহে যেসব উপ্সর্গ দেখা দেয় যার মধ্যে মাথা ব্যাথা, শরীর ম্যাজম্যাজ করা, জ্বর, সর্দি, কাশি, ঘুম কমে আসা এসমস্ত দিককে উন্নত করবে। এই টিসিএম থেরাপি রোগীর   মাথাব্যাথা কমাতে, ঘুমের গুনমান বাড়াতে এবং সর্বোপরি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ফাংশন উন্নত করতে প্রভূত পরিমানে সাহায্য করে। এই থেরাপি কাজে লাগিয়ে চিনে কোভিড-১৯ রোগীরা ফল পেয়েছে।

Published on: মার্চ ২১, ২০২০ @ ০০:৪৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 65 = 73