‘খুদ কামাও ঘর চালাও’- রিয়্যাল হিরো সোনু সুদের আরও এক মহান উদ্যোগ

Main কোভিড-১৯ দেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৩, ২০২০ @ ২০:০৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ:  লকডাউনের সময় থেকে শুরু হয়ছে, এখনও তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর সেবা কাজ। সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য তিনি করে চলেচজেন একের পর এক সেবামূলক কাজ। অভাবি, বঞ্চিত, অসহায় মানুষের বন্ধু হয়ে উঠেছেন বলিউডের অভিনেতা সোনু সুদ। কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত অভাবিদের সংসার চালাতে তাদের বেঁচে থাকার পথ খুঁজে দিতে তিনি শুরু করলেন আরও এক মহান উদ্যোগ ‘খুদ কামাও ঘর চালাও’-ই-রিকশা। অসহায় অভাবী মানুষের ত্রাতা হয়ে তিনি আজ সত্যিকারের রিয়্যাল হিরো হয়ে গেছেন।আসমুদ্র-হিমাচল আজ সোনু সুদের নাম করছে।

রবিবার সোনু সুদ একটি নতুন উদ্যোগের ঘোষণা করেছেন। এই উদ্যোগের আওতায় তিনি সুবিধা-বঞ্চিতদের জন্য ই-রিকশা সরবরাহ করবেন যারা করোন ভাইরাস মহামারী চলাকালীন জীবিকা নির্বাহের উৎস হারিয়েছিলেন।

সোনু সুদের নয়া উদ্যোগ

রবিবার অভিনেতা সোনু সুদ একটি নতুন উদ্যোগের ঘোষণা করেছেন যার আওতায় তিনি সুবিধাবঞ্চিতদের জন্য ই-রিকশা সরবরাহ করবেন যারা করোন ভাইরাস মহামারী চলাকালীন জীবিকা নির্বাহের উৎস হারিয়েছিলেন।আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সোনু এই উদ্যোগের কথা জানিয়েছেন।সঙ্গে পোস্ট করেছেন সেই ই-রিকশার ছবি। যে উদ্যোগের নাম দিয়েছেন ‘খুদ কামাও ঘর চালাও।’

ট্যুইট করে নয়া উদ্যোগের ঘোষণা

ট্যুইট করে সোনু লিখেছেন- “আজ একটি ছোট পদক্ষেপ, সামনে আরও বড় পদক্ষেপ নেওয়ার জন্য। ছোট ব্যবসা শুরু করার জন্য নিখরচায় ই-রিকশা সরবরাহ করার মাধ্যমে, লোকেরা স্বাবলম্বী হওয়ার ক্ষমতায়নের ব্যাপারে আমার এই প্রচেষ্টা।”

৪৭ বছর বয়সী অভিনেতা সোনু সুদ বলেন- “আমি বিশ্বাস করি কোনও কিছু সরবরাহ করার চেয়ে আরও বেশি কার্যকরী হতে পারে তাদের কাজের সুযোগ করে দেওয়া।এর ফলে তারা নিজেরাই আয়ের পথ খুঁজে পাবে এবং কর্মসংস্থানের মাধ্যমে নিজেরাই নিজেদের পরিবারকে ভালো রাখতে পারবেন আর সেটা হবে দীর্ঘস্থায়ী।”

কেন এই উদ্যোগ-ব্যাখ্যা দিলেন রিয়্যাল হিরো

তিনি আরও বলেছেন- গত কয়েক মাসে আমি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কোভিড মহামারী বহু মানুষের জীবনকে ওলোট-পালোট করে দিয়েছে। বহু মানুষ তাদের রোজগার হারিয়েছে। আজও অনেকে মানুষ আয়ের জন্য দোরে দোরে ঘুরে বেড়াচ্ছে। আমি সেই সব মানুষের জন্য কিছু করার কথা ভাবেছি। আমি মনে করি আমাকে যে এত মানুষ ভালোবেসেছে এখন তাদের জন্য কিছু করতে পারাটাও একটা সৌভাগ্যের বিষয়। আর তাই ‘খুদ কামাও ঘর চালাও’ নামে এই উদ্যোগ শুরু করলাম।

সেবা তিনি চালিয়ে যাচ্ছেন গত কয়েক মাস ধরে

‘দাবাং’, ‘যোধা আকবর’, ‘সিম্বা’-র মতো চলচ্চিত্রের জন্য পরিচিত সোনু সুদ কভিড মহামারীতে লকডাউন চলার সময় অভিভাসীদের ঘরে পৌঁছে দিতে মহান উদ্যোগ নিয়েছিলেন। যখন তারা ঘরে ফিরবে কিভাবে তা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছিলেন তখন এই সোনু সুদই এগিয়ে এসেছিলেন তাদের পাশে। নিজের উদ্যোগে তাদের ঘরে পৌঁছে দিয়েছিলেন। এছাড়াও তিনি একাধিক মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করেছেন এবং এখনও করে চলেছেন।

এই বছরের শুরুর দিকে,সোনু সুদ প্রবাসী রোজগার অ্যাপ্লিকেশন চালু করেছিলেন যা কোভিড মহামারীজনিত কারণে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে চাকরি হারানো 50,000 জনেরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি করেছিল।

তাই এই এমন মানুষের জন্য সারা দেশবাসী মাথা নত করে তাঁকে কুর্নিশ জানাচ্ছে। তারা সবাই বলছে- ‘সোনু তুমি এভাবেই আমাদের মধ্যে থাকো। আমরা যেন তোমাকে এভাবেই পেতে পারি।’

Published on: ডিসে ১৩, ২০২০ @ ২০:০৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 − 71 =