
Published on: ফেব্রু ১৪, ২০১৮ @ ১৪:৫৪
এসপিটি স্পোর্টস ডেস্কঃ ভারতীয় দল এখন অপ্রতিরোধ্য, দুর্দান্ত, অসাধারণ। এ ভারতীয় দল বিশ্বের যে কোনও দেশে যে কোনও পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষময়া ধরে। দক্ষিণ আফ্রিকায় একেবারে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেভাবে একের পর এক ম্যাচ জিতে চলেছে তা নিয়ে ক্রিকেট বিশ্ব অভিভূত। ফুটবলের লা-লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে না খেললে যেমনেকজন ফুটবলের কৌলিন্য বাড়ে না ঠিক তেমনই ভারতের টি-টোয়েন্টি-র আইপিএল না খেললে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের এখন দর ওঠে না।আর ভারতের ক্রিকেট দল কি অনুর্ধ-১৯, কি মহিলা থেকে শুরু করে ভারতের পুরুষ দল তো এখন বিশ্ব সেরা। দক্ষিণ আফ্রিকায় সেটাই প্রমাণ করে চলেছে।
যেভাবে ছয় ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল এক ম্যাচ বাকি থাকতে তা নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব আলোড়িত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সি কে খান্না তো নিজের আবেগ চেপে রাখতে পারেননি। তিনি প্রথমে দক্ষিণ আফ্রিকায় তাদের ঐতিহাসিক একদিনের সিরিজ জয় করার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করেন। তারপরই বলেন, এই ভারতীয় দল বিশ্বের যে কোনও দেশে গিয়ে সেই দেশকে হারানোর ক্ষমতা রাখে।
খান্না বলেন, “দুর্দান্ত পারফরম্যান্স। বিরাট এবং তার ছেলেরা খুব ভালো করছে।তারা প্রমাণ করেছে যে তারা বিদেশের মাটিতেও সেই দেশকে পরাজিত করতে পারে এবং এই বিজয় ২৫ বছরের ব্যবধানের পরে এক মহান কৃতিত্ব। আজ সমগ্র দেশ তাদের জন্য গর্বিত।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ একদিনের ম্যাচেই বিরাট বাহিনী ৬ ম্যাচের একদিনের সিরিজ জিতে নিয়েছে। ৭৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশে এটাই ভারতের প্রথম সিরিজ জয়।
১৯৯২ সাল থেকে কোনও ভারতীয় পুরুষ দল দক্ষিণ আফ্রিকার কোনও ফর্ম্যাটের মধ্যে কোনও সিরিজ জয় করেনি।
এই জয় দিয়ে ভারতীয় দল আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখল করে নিল, দক্ষিণ আফ্রিকার দুই নম্বর স্থানেই থাকল।
বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি এবারের একদিনের সিরিজের প্রথম ম্যাচ থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কতৃত্ব করে আসছে । ডারবান, সেঞ্চুরিয়ন এবং কেপ টাউন এ ব্যাপক জয়লাভ করে প্রথম তিনটি ম্যাচ জিতে নেয় তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা হতাশায় ভুগছিলেন অধিনায়ক ড্যারেন ব্রাভো ও ডু প্লেসিস।
১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের ফাইনাল একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।।সূত্রঃ এএনআই
ছবি-বিসিসিআই
Published on: ফেব্রু ১৪, ২০১৮ @ ১৪:৫৪