একদিনে বিশ্বে সর্বোচ্চ টিকা দেওয়া হয়েছে ভারতে-পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে ও ফ্রান্স

Main কোভিড-১৯ দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৭, ২০২১ @ ২৩:৫৪

এসপিটি নিউজ: মাত্র দুইদিন হয়েছে ভারতে করোনা টিকা দেওয়ার কাজ।এরই মধ্যে রেকর্ড করে ফেলেছে ভারত। সারা বিশ্বে একদিনে টিকা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি  সংখ্যা ভারতেই হয়েছে। এরই মধ্যে আজ সারা দেশে টিকা প্রদান কর্মসূচি হয়েছে। যেখানে মোট ১৭ হাজার ১৭২ জনকে টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।

17 জানুয়ারি পর্যন্ত দেশে মোট 2 লক্ষ 24 হাজার 301 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিনে 2 লক্ষ 07 হাজার 229 জনকে দেওয়া হয়েছে। সারা বিশ্বে ভারতে একদিনে সর্বোচ্চ টিকা দেওয়া হয়েছে।যা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম এবং ফ্রান্সের চেয়ে বেশি।জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এইএফআইয়ের 447 টি মামলা (টিকাদান অনুসরণের পরে প্রতিকূল ঘটনা) 16 এবং 17 জানুয়ারিতে রিপোর্ট করা হয়েছে, কেবলমাত্র তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে অধিকাংশেরই হালকা জ্বর, মাথাব্যাথা, বমি বমি ভাব দেখা গেছে। যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনকে দিল্লির নর্দান রেলওয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর একজনকে চেহে দেওয়া হয়েছে দিল্লির এইমস থেকে। আর তৃতীয় জনকে ঋষিকেশের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো।

553 অধিবেশনে, আজ মোট 17,072 জন উপকারিকে টিকা দেওয়া হয়েছিল।মোট ছ’টি রাজ্যে আজ করোনা টিকা দেওয়া হয়েছে। রাজ্যগুলি হল- অন্ধ্রপ্রদেশ-308টি সেশন, অরুণাচলপ্রদেশ-14টি সেশন, কর্ণাটকে -64টি সেশন, কেরাল ও মণিপুরে 1টি করে সেশন এবং তামিলনাড়ুতে -165টি সেশন হয়েছে।

Published on: জানু ১৭, ২০২১ @ ২৩:৫৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

85 − 83 =