দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বিরাট টিম

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৪, ২০১৮ @ ০০:৪৩

এসপিটি স্পোর্টস ডেস্কঃ সেই ‘৯২ সাল থেকে ভারত দক্ষিণ আফ্রিকা সফর করে আসছে। কিন্তু আজ পর্যন্ত সিরিজ জেতার সৌভাগ্য অর্জন করতে পারছিল না ভারতীয় ক্রিকেট দল। অবশেষে সেই অসাধ্য সাধন করে দেখাল বিরাটের বিরাট টিম। একদিনের ছয় ম্যাচের সিরিজে পাঁচ নম্বর ম্যাচেই সিরিজ জয়ের ফয়সালা করে নিল বিরাট কোহলির ভারতীয় টিম। এক নয়া ইতিহাস গড়ল তারা।

শ্রীলঙ্কা সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছিলেন টিম ইন্ডিয়া এখন বিশ্বের যে কোনও প্রান্তে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজী আছে। এই ভারতীয় দলের মধ্যে সেই ক্ষমতা আছে। সত্যিই আজ সেটাই করে দেখাল ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন এই দল সত্যিই এখন অসাধারণ খেলছে। বিশ্বের এক নম্বর দলের মতোই তারা নিজেদের দক্ষতা তুলে ধরছে।

ম্যাচ জেতার পর এক সাক্ষাৎকারে যেমন ভারতীয় অধিনায়ক জানালেন, তারা ২০১৯ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দলকে এগিয়ে নিয়ে যেচ্ছে। লক্ষ ২০১৯ সালের বিশ্বকাপ।

এই ভারতীয় দলের মধ্যে এমন অনেক খেলোয়াড় আছে যারা একক দক্ষতায় ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখে। এদিনের ম্যাচে যেমন রোহিত শর্মার ঝলক দেখল সারা বিশ্ব। ১১৫ রানের এক সুন্দর শতরান করে রোহিত এদিন তার রানের খরা কাটিয়ে উঠল।এদিন ম্যান অব দ্য ম্যাচ হন রোহিত শর্মাই।

ভারত এদিন ৫০ ওভারে ২৭৪ রানের চ্যালেঞ্জ দাঁর করিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। সেই চ্যালেঞ্জের সামনে তারা ৪২.২ ওভারেই ২০১ রানের মধ্যে গুটিয়ে যায়।এদিনের ম্যাচে হার্দিজ পান্ডিয়া ও কুলদীপ যাদবের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে সিরিজ জিতে আসা সত্যিই এক অসাধারণ ব্যাপার। এ এক ঐতিহাসিক ঘটনা বলে মনে করছে ক্রিকেট বিশ্ব।

pics: BCCI

Published on: ফেব্রু ১৪, ২০১৮ @ ০০:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 4