‘ আমায় টিজ করছে দেশের প্রধানমন্ত্রীর সামনে বসে, ওরা আমায় চেনে না ! ‘

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৫, ২০২১ @ ১৮:৩৯

এসপিটি নিউজ, পুরশুড়া, ২৫ জানুয়ারি:  ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর অনুঠানে জয় শ্রীরাম স্লোগান নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলার পুরশুড়ায় এক দলীয় সভায় দাঁড়িয়ে রীতীমতো ক্ষভের সুরে মমতা বলে ওঠেন-“আমায় টিজ করছে প্রধানমন্ত্রীর সামনে বসে, ওরা আমায় চেনে না।”

সভায় বক্তৃতার মাঝে সেদিনের প্রসঙ্গ টেনে মমতা বলে ওঠেন- “বলুন তো মা-বোনেরা আপনারা আমাকে বাড়িতে খেতে ডেকে বলবেন, এক থাপ্পর মারবো, বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা সভ্যতা নয়। নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাদের সবার নেতা। সারা দেশের। সারা বিশ্বের। তার প্রোগ্রামে গেলাম-এত বড় সাহস!কয়েকটা গর্দ্ধ গদ্দার এবং কি বলবো আমি- অঙ্কুরো গর্দ্ধ ধর্মান্ধ। আমায় টিজ করছে। দেশের প্রধানমন্ত্রীর সামনে বসে। ওরা আমায় চেনে না। আমায় যদি কোনও মা-বোনেরা বলে -মা, আমার ঘরে এসে আমার বাসনটা মেজে দাও মা। আমি বলবো, হ্যাঁ, মা দিচ্ছি। কারণ, এটা মেয়েদের কাজ। ছেলেদেরও কাজ।”

না থেমে ফের বলে চলেন মমতা- “আর আমি ঘরের কাজ করাটাকে ভালোবাসি।কিন্তু আমায় যদি তুমি বন্দুক দেখিয়েছো আমি কিন্তু বন্দুকের সিন্দুক দেখাবো। কারণ, আমি সত্যিকারের বন্দুকে বিশ্বাস করি না। রাজনীতিতে বিশ্বাস করি। রাজনীতি নিয়ে আমি এর প্রত্যুত্তর নেব। আমি তো বললাম, তোমরা এসছো, আমি ধন্য। কিন্তু এটা ভেবো না, তুমি যদি নেতাজি নেতাজি করতে আমি তোমাদের স্যালুট জানাতাম। তা না করে যা করেছো, বাংলাকে অপমান করেছো। নেতাজি সুভাষ চন্দ্র বোসকে অপমান করেছো। অনেক বড় বড় কথা বলছো।”

Published on: জানু ২৫, ২০২১ @ ১৮:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 71 = 77