আইএসসি-তে চতুর্থ রিচা সিং-কে স্যালুট কলকাতা পুলিশের-এক ঘণ্টার জন্য ‘ডিসি’র সম্মান -হলেন বাবার বস

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৮, ২০১৯ @ ২১:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ৮ মে: এমন এক বিরল সম্মান পাবেন তা কোনও দিনই ভাবেননি। আইএসসি-তে চতুর্থ স্থানাধিকারী রিচা সিং-কে কলকাতা পুলিশ দিল এক বিরল সম্মান। এক ঘণ্টার জন্য এই কৃতী ছাত্রীকে ‘ডিসি’র প্রতীকি সম্মান প্রদান করল। রিচার বাবা আবার গড়িয়াহাট থানার অ্যাডিশনাল ওসি ইন্সপেক্টর রাজেশ কুমার সিং। তাই ‘ডিসি’ হতেই এক ঘণ্টার জন্য হয়ে গেলেন বাবার বস।

রিচা সিং। এ বছরের ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট ( আই এস সি ) পরীক্ষায় ৯৯.২৫% নম্বর সহ উত্তীর্ণ হয়েছেন। জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, রানীকুঠি থেকে। সারা দেশে রিচা চতুর্থ। রিচার বাবা কলকাতা পুলিশেরই একজন কর্মী। বর্তমানে তিনি অ্যাডিশনাল ওসি, গড়িয়াহাট থানা, ইন্সপেক্টর রাজেশ কুমার সিং।তাই রিচার সাফল্য কলকাতা পুলিশের কাছে বেশ গর্বের। কারণ, তাদের কোনও সহকর্মীর সন্তান সারা দেশের মধ্যে অনন্য নজির স্থাপন করেছেন। এই সাফল্যের জন্য কলকাতা পুলিশও গর্বিত।তাই এদিন কলকাতা পুলিশ ঠিক করে কৃতী ছাত্রী রিচাকে তারা সংবর্ধিত করবে।

সেই মতো এই সাফল্যের জন্য রিচাকে আজ ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে সংবর্ধিত করা হয় একটু অন্যভাবে। সারা দেশের মধ্যে আইএসসি-তে চতুর্থ নিঃসন্দেহে দারুন রেজান্ট। অবশ্যি পুরস্কারের দাবি রাখে। তাই কলকাতার নগরপাল রিচাকে সংবর্ধিত করার সিদ্ধান্ত নেন। আর পুরস্কার স্বরূপ রিচাকে ডিসি এসইডি পদে কিছু সময়ের জন্য বসানোর সিদ্ধান নেন নগরপাল রাজেশ কুমার। সেই মতী কলকাতার নগরপালের নির্দেশে ডিসি কল্যাণ মুখোপাধ্যায় নিজের চেয়ার রিচাকে ছেড়ে দেন ঘন্টাখানেকের জন্য। প্রতীকী সম্মান, রিচাকে উৎসাহিত করতে।

এমন সম্মান পেয়ে রীতিমতো আপ্লুত রিচা। তিনি বলেন, এতটা সম্মান পাব তা কোনওদিনই ভাবিনি। প্রসঙ্গত ডিসি এসইডি কল্যান মুখোপাধ্যায় হলেন রিচার বাবার বস। তাই সেই পদে রিচা বসতেই তিনিও সেই সময়ের জন্য হয়ে গেছিলেন বাবার বস।

আজ লালবাজারে রিচাকে সংবর্ধিত করলেন মাননীয় নগরপাল ডঃ রাজেশ কুমার। সেখানে উপস্থিত ছিলেন ছিলেন রিচার বাবা রাজেশ সিং-ও।মেয়ের এমন সাফল্যে আপ্লুত বাবা ইন্সপেক্টর রাজেশ সিং-ও। এমন এক অসাধারন মুহূর্তের জন্য রিচাকে অভিনন্দন জানিয়েছে কলকাতা পুলিশ। তারা বলেছে- “অভিনন্দন রিচা! কলকাতা পুলিশ পরিবার গর্বিত তোমার জন্য।”

ছবি সৌজন্যে কলকাতা পুলিশের ফেসবুক পেজ

Published on: মে ৮, ২০১৯ @ ২১:০৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =