“২০১৯ বিজেপি হবে ফিনিশ” মমতার স্লোগানকে সামনে রেখে ব্রিগেড সমাবেশের প্রচার শুরু পর্যটনমন্ত্রীর

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাকৃষ্ণা দাস

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ১৭:২৭ 

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৭অক্টোবরঃ দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া আরও বেশি জোরালো করে তুলতে তৃণমূল সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত করে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন। আগামী বছর ২০১৯ সালের ১৯শে জানুয়ারি কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যা আয়োজিত হতে চলেছে। গত ২১শে জুলাই মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেন। ইতিমধ্যে এর প্রচার শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। আর সেই সমাবেশের প্রচার শিলিগুড়িতেও শুরু করে দিলে্ন রাজ্যের পর্যটনমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব।শনিবার তিনি দেওয়াল লিখনের মাধ্যমে “২০১৯ বিজেপি হবে ফিনিশ” মুখ্যমন্ত্রীর এই স্লোগা্নকে সামনে রেখে জোরদার প্রচার শুরুও করে দিলেন।

শনিবার শিলিগুড়ির ঝঙ্কার মোড় ও উত্তরকণ্যার কালী মন্দিরে দেওয়াল লিখনে হাত লাগান মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “এই প্রচারকে আমরা ব্যাপক আকারে নিয়ে যাব। যাতে আসমুদ্র হিমাচল একটা আলোড়ন তৈরি হয়”। তাঁর দাবি- উত্তরবঙ্গ থেকে লক্ষ লক্ষ সহকর্মীরা ব্রিগেড সমাবেশে অংশগ্রহণ করবে। সেদিন ব্রিগেডে কোটি মানুষের সমাবেশ হবে। ১৯শে জানুয়া্রি ব্রিগেড সমাবেশ সর্বকালীন রেকর্ড ভাঙবে বলে আশাবাদী মন্ত্রী। সে কারণেই সাড়ে তিনমাস ধরে তাদের প্রচার জারি থাকবে বলেও জানিয়ে দেন তিনি।

বেকারি, ক্রমবর্ধমান দ্রব্যমুল্য, রাজনৈতিক অসহিষ্ণুতা, ধর্মের ভিত্তিতে সমাজকে বিভাজন, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যাপক দুর্নীতি, কৃষকের আত্মহত্যা সবকিছুর জন্য মোদি সরকারকে দায়ী করে মোদি বিরোধী জনমত গড়তে আগামী বছর ১৯জানুয়ারি ব্রিগেড ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।এই সমাবেশের স্লোগান দিয়েছেন-“২০১৯ বিজেপি হবে ফিনিশ”।

ইতিমধ্যে এই ঐতিহাসিক সমাবেশে যোগ দেওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, মায়াবতী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, দক্ষিণ ভারতের কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু থেকে শুরু করে দেশের নানা রাজ্যের বিভিন্ন অবিজেপি দলগুলির শীর্ষ নেতৃত্ব।মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ঐতিহাসিক সমাবেশকে সফল করতে একপ্রচার কমিটিও গঠিত হয়েছে। গঠন করা হয়েছে আরও একাধিক কমিটি। যেখানে রাখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাদের। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে কর্মীদের সঙ্গবদ্ধ করতে এক বড় মাপের ঐতিহাসিক সমাবেশের আয়োজন হতে চলেছে কলকাতায়।

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ১৭:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2