
Published on: জানু ২৬, ২০২১ @ ২০:৪৪
এসপিটি নিউজ: আগে ঠিক ছিল এবছর আটারি-ওয়াগা সীমান্তে ভারত-পাকিস্তান দুই দেশের যৌথ বিট রিট্রিট হবে না। করোনা মহামারীর কারণেই তা হবে না বলেই জানানো হয়েছিল। কিন্তু অবশেষে ভারতের ৭২তম সাধারণতন্ত্র দিবসে এই বিট রিট্রিট অনুষ্ঠান হল। দুই দেশের এই যৌথ কুচকাওয়াজ দেখলেন উভয় দেশের নাগরিকরা।
#WATCH | Beating Retreat ceremony is underway at the Attari-Wagah border on the occasion of #RepublicDay. pic.twitter.com/7rj8VcATGQ
— ANI (@ANI) January 26, 2021
অমৃতসরের ওয়াগা সীমান্তে এদিন দেখা গেল এই বিট রিট্রিট দেখতে একদিকে যেমন ভারতীয়রা হাজির হয়েছিলেন ঠিক তেমনই হাজির ছিলেন পাকিস্তানের আটারি সীমান্তে সেদেশের নাগরিকরা। দু দেশের সীমান্ত রক্ষী জওয়ানরা নিজেদের চিরাচরিত নিয়ম মেনেই এই কুচকাওয়াজে অংশ নেন।
এই বিট রিট্রিটে ভারতের পক্ষ থেকে আওয়াজ ওঠে ভারত মাতা কী জয়, বন্দেমাতরম। ভারতবাসীরা এই ধ্বনিতে গলা মেলান। COVID-19 বিধিনিষেধের কারণে কোনও পাবলিককে অনুমতি দেওয়া হবে না। ভারত প্রতিদিনের মতো পতাকা উত্তোলন করবে। কিন্তু শেষ পর্যন্ত বিট রিট্রিট অনুষ্ঠিত হল।
Published on: জানু ২৬, ২০২১ @ ২০:৪৪