ICC WORLD CUP 2019: ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা-পন্থকে সরিয়ে দলে দীনেশ কার্তিক

খেলা দেশ
শেয়ার করুন

 

Published on: এপ্রি ১৫, ২০১৯ @ ১৭:২৩

এসপিটি স্পোর্টস ডেস্কঃ অবশেষে আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের ১৫ সদস্যের নাম ঘোষণা করা হল সোমবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই নির্বাচিত ক্রিকেটারদের নাম ঘোষণা করে। দলে অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকেই বাছা হয়। তবে দলে চতুর্থ স্থানে কাকে রাখা হবে তা নিয়ে চলছিল লড়াই। আমাবাতি রায়ডু না কি অন্য কেউ। অবশেষে রায়ডুকে ছিটকে দিয়ে দকে ঢুকে চমক দেখালেন একেবারে নয়া ক্রিকেটার বিজয় শঙ্কর।

মাত্র ন’টি ওয়ান্ডে খেলেই বিশ্বকাপের দলে স্থান করে নিলেন বিজয় শঙ্কর। তবে ৫৫টি ওয়াণ ডে খেলেও দলের বাইরেই বসে থাকতে হল রায়ডুকে।একই রকম লড়াই ছিল দীনেশ কার্তিক না ঋষভ পন্থ। কে হবেন শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলে ধোনির সহযোগী। না পন্থ পাওরলেন না। দলে জায়গা করে নিলেন দীনেশ কার্তিকই।

একবার দেখে নেওয়া যাক দলটা;

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা(সহ-অধিনায়ক),  শিখর ধাওয়ান, কে এল রাহুল, মহেন্দ্র সিং ধোনি(উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, কেদার যাদব, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যজুবেন্দ্র চাহ্বাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র যাদেজা এবং মহম্মদ শামি।

Published on: এপ্রি ১৫, ২০১৯ @ ১৭:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 1 =