বিডিও-কে পরিবহমন্ত্রী-জমি দেখুন, কেশিয়াড়িতে বাস স্ট্যান্ড গড়তে এক কোটি টাকা দেওয়া হবে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল                                                     ছবি– বাপন ঘোষ

Published on: ফেব্রু ২২, ২০১৯ @ ২৩:৪২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারিঃ দীর্ঘদিনের দবি পূরণ হল শুক্রবার। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থেকে দুটি বাস রুটের সূচনা করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন আগামিদিনে আরও বেশি সংখ্যায় বাস পরিষেবা চালু করা হবে এই জেলায়।

জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ-সভাধিপতি অজিত মাইতি সহ একাধিক বিধায়কের উপস্থিতিতে এদিন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি বাস রুটের দুটি নতুন বাসের সূচনা করেন। তিনি বলেন- একটি বাস কেশিয়াড়ি থেকে হলদিয়া যাবে এবং অপর বাসটি যাবে কেশিয়াড়ি থেকে মেদিনীপুর। এই সঙ্গে পরিবহনমন্ত্রী বলেন, আগামিদিনে আরও নতুন বাস চালু করা হবে।

এরপর মন্ত্রী স্থানীয় বিডিওকে উদ্দেশ্য করে পরিবহনমন্ত্রী বলেন-ভাল বাসস্ট্যান্ড তৈরির জন্য আওপনারা জায়গা দেখুন। কেশিয়াড়ি বাসস্ট্যান্ড তৈরির জন্য পরিবহন দফতর থেকে এক কোটি টাকা দেওয়া হবে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনের সবলা মেলার উদ্বোধন হয়।

Published on: ফেব্রু ২২, ২০১৯ @ ২৩:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =