টিটিএফ কলকাতা ২০২৩: পর্যটনের মহাসমারোহ, আজ উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: জুলা ১৪, ২০২৩ @ ০১:২৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জুলাই: কলকাতা এখন পর্যটন জোয়ারে ভাসছে। গত এক মাসেরও বেশি সময় ধরে এখানে তিনটি পর্যটন মেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। কিন্তু এবার কলকাতায় হতে চলেছে সারা ভারতের অন্যতম সেরা ভ্রমণ ও পর্যটনের সেরা প্রদর্শনী- ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (টিটিএফ) ২০২৩। রাজ্য ও আন্তর্জাতিক একাধিক ট্যুরিজম বোর্ড এখানে অংশ নিতে চলেছে। আজ থেকে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন যা কিনা মিলন মেলা নামে পরিচিত সেখানে শুরু হতে চলেছে। এবার এই টিটিএফ কলকাতা ২০২৩-এর উদ্বোধন করতে আসবেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও উপস্থিত থাকছেন দেশের সুপরিচিত সমস্ত ট্রাভেল অ্যাসোসিয়েশন-এর কর্তারা।

ট্যুর অপারেটর থেকে শুরু করে ট্রাভেল এজেন্ট এমনকি রাজ্য পর্যটন সংস্থা এবং আন্তর্জাতিক পর্যটন বোর্ডের কাছে টিটিএফ-এর গুরুত্ব অপরিসীম। এই মেলার দিকে তাকিয়ে থাকে দেশের সমস্ত পর্যটন ও ভ্রমণ প্রিয় মানুষজন। এই মেলাকে এক সার্বিক রূপ দিতে সর্বোতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন টিটিএফ কর্তৃপক্ষ।

যাদের উপস্থিত থাকার কথা

আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা উত্তরপ্রদেশ পর্যটনের ডাইরেক্টর প্রখর মিশ্র, পাঞ্জাব পর্যটনের ডাইরেক্টর অমৃত সিং, থাই কনস্যুলেট জেনারেলের কন্সাল জেনারেল মিস অচরাপন ইয়ভাপ্রাপাস, কিনিয়ান অনারারি কন্স্যুলেট অনারেরি কন্সাল জেনারেল প্রণয় পোদ্দার, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টাই)-এর মানব সোনি, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)-র ইস্টার্ন ইন্ডিয়া চ্যাপ্টারের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি , স্কাল ইন্টারন্যাশনাল কলকাতার প্রেসিডেন্ট আমিন আজগর, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (ট্যাব)এর জেনারেল সেক্রেটারি অমিতাভ সরকার এবং ফেয়ারফেস্ট মিডিয়া লিমিটেডের সিইও এবং চেয়ারম্যান সঞ্জীব আগরওয়াল।

টিটিএফ চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত

টিটিএফ কলকাতা ২০২৩ ইভেন্ট চলবে আগামী ১৬ জুলাই রবিবার পর্যন্ত। সারা ভারত এবং বিদেশ থেকে 200 টিরও বেশি প্রদর্শক এখানে যোগ দিতে আসছে।তারা সকলেই কলকাতায় একটি পাঁচ-তারকা, বিশ্ব-মানের খুব সুন্দর স্থানে পূর্ব ভারতের ভ্রমণ বাজার থেকে ভ্রমণ বাণিজ্য এবং উত্সাহী ক্রেতাদের সাথে দেখা করবে।

যে সমস্ত রাজ্য যোগ দিচ্ছে

এবারের টিটিএফ কলকাতা ২০২৩এ যে সমস্ত রাজ্য পর্যটন সংস্থা যোগ দিতে আসছে তারা হল- জম্মু ও কাশ্মীর, আসাম, পাঞ্জাব, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, গোয়া, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এছাড়াও থাকছে ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ড।

থাকছে জেনিথ লিজার হলিডেজ লিমিটেড, নৌটিকা ফিচারড, দ্য পল রিসর্টস এন্ড হোটেলস, সুমি যশশ্রী হোটেলস অ্যান্ড রিসোর্টস, সুমিত হোটেলস এন্ড রিসর্টস, রয়্যাল অর্কিড হোটেল্‌, ট্রুলি ইন্ডিয়া হোটেলস এন্ড রিসর্টস, সিজিএইচ আর্থ এক্সপেরিয়েন্স হোটেলস,রামোজি ফিল্ম সিটি , ফ্লাই ২৪ আওয়ার্স হলিডেজ প্রাইভেট লিমিটেড।

সব মিলিয়ে পর্যটন ও ভ্রমণ জগতের এক মসমারোহ হতে চলেছে মিলন মেলা প্রাঙ্গনে।

Published on: জুলা ১৪, ২০২৩ @ ০১:২৭


শেয়ার করুন