নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী মোদির নাম মনোনয়ন করলেন তামিলনাড়ু বিজেপি সভাপতি

রাজ্য
শেয়ার করুন

 

Published on: সেপ্টে ২৫, ২০১৮ @ ২০:৪৪

এসপিটি নিউজ ডেস্কঃ বিজেপি কর্মী-সমর্থকদের কাছে তো বটেই ভারতীয়দের কাছে এটা একটা খবর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হতে চলেছে। তামিলনাড়ু বিজেপির সভাপতি ডা. তামিলিসাই সৌন্দরাজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম মনোনয়ন করলেন।

তিনি বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-‘আয়ুষ্মান ভারত’-এর জন্য প্রধানমন্ত্রীর নাম মনোনয়ন করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর নাম মনোনয়নে জনগনকে যোগ দিতে আহ্বান করেন।আসলে এই প্রকল্পের মধ্য দিয়ে ভারতে গরিব মানুষ তাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারবেন। আনবে বড় ধরনের এক বদল। মনে করা হচ্ছে, যা সকলকে এনে দেবে এক অনাবিল শান্তি।

তামিলনাড়ু বিজেপি সভাপতির স্বামী প্রফেসর ডা. পি সৌন্দরাজনও প্রধানমন্ত্রীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। তামিলনাড়ুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নেফ্রোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা.সৌন্দরাজন বলেন,” এই প্রকল্প ভারতের মানুষের কাছে খুবই কার্যকর হয়ে উঠবে। এর মাধ্যমে দেশের গরিব মানুষ স্বাস্থ্য সুরক্ষায় নিজেদের উন্নীত করতে পারবে। তিনি একাজে দেশের সমস্ত স্বাস্থ্য সুরক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের কাছে আবেদন রেখেছেন যে তারাও যেন এই প্রকল্পকে কার্যকর করে তুলতে সর্বতোভাবে অগ্রণী ভূমিকা নেন।

স্বাস্থ্যসুরক্ষায় জড়িত সকলকে ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর নাম মনোনয়নের আবেদনে যোগ দেওয়ারও আহ্বান জানান ওই চিকিৎসক।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০১৯ সালের ৩১শে জানুয়ারি। প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংসদরা ছাড়াও অন্যান্যরা প্রধানমন্ত্রী মোদির নাম মনোনয়ন করেছেন। তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে এখবর দেওয়া হয়েছে।সূত্রঃ এএনআই

Published on: সেপ্টে ২৫, ২০১৮ @ ২০:৪৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − 85 =