রেল দুর্ঘটনার ৫১ ঘণ্টার মধ্যেই আপ ও ডাউন মেইন লাইনে রেল চলাচল শুরু

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জুন ৫, ২০২৩ @ ১৮:৪৮

এসপিটি নিউজ, কলকাতা, ৫ জুন: ভয়াবহ এক রেল দুর্ঘটনা। মৃতের সংখ্যা ৩০০-র কাছাকাছি। আহত বহু। এখনও বহু যাত্রীর খোঁজ চলছে। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল রেল চলাচল। অবসেষে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে লাইন মেরামতি ও তা পুনরুদ্ধারের কাজ তদারকি করে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অবশেষে তাঁর উপস্থিতিতেই ৫১ ঘণ্টার মধ্যেই বাহাঙ্গা বাজার রেল স্টেশনের কাছে আপ ও ডাউন মেইন উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

দক্ষিণ পূর্ব রেলওয়ে এক বার্তায় জানিয়েছে, ট্রেন নং ১২৮৪১ শালিমার-চেন্নাই করোমন্ডল এক্সপ্রেস এবং ট্রেন নং। ১২৮৬৪ স্যার এম বিশ্বেশ্বরায়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ০২ জুন ২০২৩ তারিখে সন্ধ্যা প্রায় ৬টা বেজে ৫৫ মিনিটে বাহাঙ্গা বাজার রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুতির কারণে ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলমন্ত্রীর ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমে পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হয়েছিল এবং আপ এবং ডাউন উভয় লাইনকে উপযুক্ত ঘোষণা করা হয়েছিল। প্রথম ট্রেনটি ০৪ জুন ২০২৩ তারিখে রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে এবং ০৫ জুন ২০২৩ তারিখে রাত ১২টা বেজে ০৫ মিনিটে আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয়েছিল৷ উভয় লাইনে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।

ডাউন লাইনে প্রথম ট্রেনটি একটি কয়লা বোঝাই ট্রেন ছিল। ট্রেনটি এই রুট দিয়ে ভাইজাগ থেকে রাউরকেলার দিকে যায়।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই সময় লাইনের ধারে উপস্থিত ছিলেন। তিনি হাত নেড়ে স্বাগত জানান।

Published on: জুন ৫, ২০২৩ @ ১৮:৪৮


শেয়ার করুন