শনিবার ২০২৪ লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৫, ২০২৪ at ২৩:৩১

এসপিটি নিউজ: ভারতের নির্বাচন কমিশন শনিবার ১৬ মার্চ ২০২৪ লোকসভা ভোটের দিন ঘোষণা করবে। একই সঙ্গে কয়েকটি বিধানসভা আসনের ভোটের দিন ঘোষণা করবে তারা। এজন্য তারা এদিন নয়া দিল্লিতে বিজ্ঞান ভবনের প্লেনারি হলে সাংবাদিক সম্মেলন ডেকেছে। গোতা দেশ অধীর আগ্রহে তাকিয়ে আছে কবে থেকে শুরু হবে লোকসভা ভোট। একই সঙ্গে সবাই অপেক্ষায় আছে যে এবারের লোকসভা ভোট মোট কয় দফায় হবে তা নিয়েও।

শনিবার দুপুর দুপুর তিনটে নাগাদ এই প্রেস কনফারেন্স শুরু হবে। একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলন সরাসরি সম্প্রচারিত হবে । মোট সাত দফা নাকি নয় দফা নাকি তার বেশি কিংবা কম দফায় ভোট হবে সারা দেশে, তাও জানা যাবে আগামিকাল।

এবারের লোকসভা ভোট সুষ্ঠূভাবে করতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে সারা দেশে। তবে সব চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে বাংলায়। ইতিমধ্যে বাংলায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বাংলায় দুটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনে নিররাচন কমিশনারের দুটি পদ খালি পড়েছিল। সেই দুটি পদের দায়িত্বে নিয়ে আসা হয়েছে জ্ঞানেশ কুমাত এবং ড. সুখবীর সিং সান্ধুকে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তাদের স্বাগত জানিয়েছেন।

নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি 14 মার্চ, 2024-এ গেজেটে প্রকাশিত হয়েছিল৷  জ্ঞানেশ কুমার এবং ড. সুখবীর সিং সান্ধু হলেন ভারতীয় প্রশাসনিক পরিষেবার 1988 ব্যাচের অফিসার যারা যথাক্রমে কেরালা এবং উত্তরাখণ্ড ক্যাডারের অন্তর্গত ৷

Published on: মার্চ ১৫, ২০২৪ at ২৩:৩১


শেয়ার করুন