১৯৪০ সালে ঝাড়গ্রামের সভায় হিন্দুমহাসভার সমালোচনা করেছিলেন নেতাজি- বললেন মমতা

দেশ রাজ্য
শেয়ার করুন

নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি ঘোষণার কথা বারবার বলে আসছি। কিন্তু তা মানা হল না আজও।

নেতাজির মৃত্যুদিন আজও আমরা জানতে পারলাম না। এটা আমাদের কাছে এক লজ্জা।বললেন মমতা।

Published on: জানু ২৩, ২০২০ @ ২১:৩৭ 

এসপিটি নিউজ, দার্জিলিং, ২৩ জানুয়ারি:  আজ ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। শৈলশহর দার্জিলিং-এ তিনি পালন করলেন নেতাজির জন্মদিবস। আর সেই ক্ষনে তিনি নেতাজির কিছু তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন। নেতাজির বক্তব্যের রেশ ধরে মমতা এদিন বলেন ঝাগ্রামের সভায় নেতাজি হিন্দুমহাসভার বিরোধিতা করেছিলেন। তিনি সবাইকে নিয়ে চলার কথা বলেতেন।আজও নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসেবেঙ্ঘোষণা করার কথা বারবার বলা সত্ত্বেও তা আজও কার্যকর হল না, এ আমাদের কাছে এক লজ্জা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “১৯৪০ সালের ১২ মে নেতাজি ঝাড়গ্রামে এক জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি বলেছিলেন- হিন্দু মহাসভাকে আমি সমর্থন করি না।” এরপর মমতা বলতে থাকেন- এখন তো হিন্দু ধর্মের নামে যা হচ্ছে ঠিক নয়। এরা তো হিন্দু ধর্মের বদনাম করছে। দেশ চালাতে গেলে প্ল্যানিং কমিশন দরকার। সেই প্ল্যানিং কমিশনের ভাবনা ছিল নেতাজির। আর এই সরকার ক্ষমতায় এসে সেটাই উঠিয়ে দিল।

এরপর নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা না করার জন্য ফের তিনি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন- “আমরা নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি ঘোষণার কথা বারবার বলে আসছি। কিন্তু তা মানা হল না আজও।নেতাজির জন্মদিন আমরা জানি কিন্তু তার মৃত্যু কবে হয়েছে তা আজও আমরা জানি না। খালি ফাইল নিয়ে ছুটোছুটি চলছে। কিন্তু তার মৃত্যুদিন আজও আমরা জানতে পারলাম না। এটা আমাদের কাছে এক লজ্জা।”

নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন- যারা ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ করতে চায় আমি তাদের নিন্দা করি। তিনি বলেছিলেন- সবাইকে নিয়ে এক সঙ্গে থাকতে হবে। তবেই দেশটা গড়বে। তিনি ছিলেন একজন বড় দেশনেতা। আজ কেউ না করলেও একদিন যদি সময় আসে এটা আমরা করবোই। বলেন মমতা।

Published on: জানু ২৩, ২০২০ @ ২১:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 − = 28