‘পিছন থেকে ধাক্কার কারণে পড়ে যান মমতা’, কে মারল ধাক্কা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৪, ২০২৪ at ২৩:৪৬

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ মার্চ: মেডিক্যাল বুলেটিনের বয়ানে চাঞ্চল্য ছড়াল। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পিছন থেকে ধাক্কা মারার কারণে পড়ে যান। এই বিবৃতিতে নড়ে চড়ে বসেছে গোটা বাংলা। প্রশ্ন উঠল- কে মারল ধাক্কা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য লালবাজার থেকে বিশেষ দল গঠন করা হয়েছে। য়াগামিকাল তাঁর বাড়িতে সায়েন্টিফিক দল যাচ্ছে। ইতিমধ্যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কড়া প্রহরা বসানো হয়েছে।

এসএসকেএম হাসপাতালের অধিকর্তার বয়ানের সঙ্গে মিল রয়েছে মুখ্যমন্ত্রীর ভাই-এর বউ- কাজরী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। তিনিও বলেছেন- পিছন দিক থেকে কেউ ধাক্কা মারায় পড়ে যান মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- জেড প্লাস নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে এমনটা ঘটে গেল।

এসএসকেএম হাসপাতাল থেকে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে- মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে আজ বাড়িতে ফেরেন বিকেল ৫টা ৪৫মিনিটে। তাহলে এই ঘটনা ঠিক কখন ঘটল? বাড়িতে ফেরার সময় কিন্তু দুর্ঘটনা ঘটেনি। কিন্তু তার পর ঠিক কটা নাগাদ এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে দুর্ঘটনা ঘটার পর তাকে কোনও অ্যাম্বুলেন্সে করে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে করেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। যে ছবিটা পোস্ট করা হয় সেটা কিন্তু হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি। এমনকি, সেখানে কিন্তু দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতার কপাল ফেটে রক্ত চুইয়ে পড়ছে। সেই রক্ত শুকিয়ে গিয়েছে। এখানেও প্রশ্ন উঠছে, সেই রক্ত কেন বন্ধ করার চেষ্টা করা হল না? প্রাথমিক চিকিৎসা কেন বাড়িতে করা হল না। কেন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল না?

সব থেকে বড় প্রশ্ন, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে নিজের বাড়িতে মুখ্যমন্ত্রী  দুর্ঘটনার কবলে পড়লেন। পিছন থেকে কে বা কারা তাকে ধাক্কা মারল ? এই প্রশ্ন উঠছে। একজন মুখ্যমন্ত্রীকে তার বাড়িতে নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে কে বা কারা ধাক্কা মারল? কেন তার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করা হল না? কেন তাকে ব্যক্তিগত গাড়িতে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল?

সব মিলিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে। রাজ্যবাসী তদন্তের দিকে তাকিয়ে আছে। কে বা কারা মুখ্যমন্ত্রীকে পিছন থেকে ধাক্কা মারল- জানতে উদ্গ্রীব গোটা বাংলা।

Published on: মার্চ ১৪, ২০২৪ at ২৩:৪৬


শেয়ার করুন