মুছে গেল বামেরা, পদ্ম ফুটিয়ে ত্রিপুরায় ইতিহাস গড়ল বিজেপি

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৩, ২০১৮ @ ১৫:৩৭

এসপিটি নিউজ, ত্রিপুরা, ৩ মার্চঃ মাত্র এক বছর ধরে বিজেপি ত্রিপুরায় স্লোগান তুলেছিল ‘চলো পাল্টাই’। সেটা যে এত তাড়াতাড়ি ক্ররযকর হয়ে যাবে তা অনেকেই ভাবতেই পারেনি।ভাবতে পারেননি ত্রিপুরার বাম মুখ্যমন্ত্রী মানিক সরকারও। তিনি বিষয়টি সেভাবে গুরুত্বই দিতে চাননি। বিপক্ষকে গুরুত্ব না দেওয়াটাই কিন্তু তার কাছে কাল হয়ে গেল।দীর্ঘ বাম জমানা সমূলে উৎপাটিত হয়ে গেল ত্রিপুরা থেকে।রীতিমতো ঐতিহাসিক জয় দিয়েই বিজেপি ত্রিপুরায় তাদের পদ্মফুলের শাসন কায়েম করতে চলেছে। শুধু ত্রিপুরাই নয় বিজেপি সরকার গড়তে চলেছে নাগাল্যান্ডেও। তবে মেঘালয়ে কংগ্রেস এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কারা সরকার গড়বে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ সেখানে ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়েছে।

উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে। এই তিন রাজ্যের মধ্যে সব চেয়ে বেশি নজর ছিল বাম শাসিত ত্রিপুরার দিকে। কারণ সেখানে দীর্ঘদিন ধরেই বাম শাসিত সরকার পরিচালনা করছিল রাজ্য। সবার মনেই প্রশ্ন ছিল বিজেপি আসতে পারবে? বামেরা কি অপসারিত হবে শেষ পর্যন্ত? বিজেপি নেতাদের বিশ্বাস ছিল, তারা ত্রিপুরা দখল করতে পারবে। সেখানকার মানুষ পরিবর্তন চাইছে। আর সেটাই হল শেষ পর্যন্ত। ফলাফল এখনও ঘোষিত না হলেও বিজেপি জোট ৪২টি আসনে এগিয়ে থেকে সরকার গড়তে চলেছে বলে তাদের পক্ষ থেকে জানা গেছে।যেখানে বামেদের প্রাপ্ত আসনের সংখ্যা ১৭টি।এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিপ্লব দেব।এদিন ফলাফল ঘোষণার পর তিনি সমর্থকদের মাঝে এসে করমর্দন করেন। তাঁকে সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় সমর্থকরা।

একই চিত্র দেখা গেছে নাগাল্যান্ডেও। সেখানেও সরকার গড়তে চলেছে বিজেপি জোট। বিজেপি ও তার সঙ্গী ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি সরকার গড়ার দিকে অনেকটাই এগিয়ে গেছে। এখানেও ত্রিপুরার মতো কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি।

তবে মেঘালয়ের চবিটা একটু ভিন্ন। সেখানে কংগ্রেস এখনও পর্যন্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। কংগ্রেস নেতৃত্ব মনে করছে এমনকি তাদের কেউ কেউ দাবিও করছে সরকার গড়বে তারাই। যদিও বিজেপি সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, গণনা এখনও শেষ হয়নি। তাই এখন এসব না বলাই ভাল। শেষ পর্যন্ত তারাই সরকার গড়বে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Published on: মার্চ ৩, ২০১৮ @ ১৫:৩৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 26 = 32