আজ কলকাতায় আরটিডিসি-র অফিসে সম্বর্ধিত সিটি সিভিল কোর্টের বিচারক জয়ন্ত কোলে

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২৫, ২০২৩ @ ২৩:৩৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ জুলাই: সপ্তাহের দ্বিতীয় দিনেই কলকাতায় রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা আরটিডিসি-র অফিসে আগমন হল আরও একজন বিশিষ্ট ব্যক্তির। তিনি হলেন কলকাতা সিটি সিভিল কোর্টের বিচারক জয়ন্ত কোলে। স্ত্রী সাগরিকা কোলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন আরটিডিসি-র অফিসে। সেখানে তাদের সম্বর্ধিত করেন কলকাতায় রাজস্থান সরকারের তথ্যও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও আরটিডিসি-র পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নু।

এদিন কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ ও আরটিডিসি-র অফিসে কলকাতা সিটি সিভিল কোর্টের দুই নম্বর বেঞ্চের বিচারক জয়ন্ত কোলে ও তাঁর স্ত্রী সাগরিকা কোলেকে সম্বর্ধিত করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু। বিচারক জয়ন্ত কোলে ও তাঁর সহধর্মিনী সাগরিকা কোলেকে রাজস্থান সরকারের কিছু বই দিয়ে সম্বর্ধিত করা হয়।

আরটিডিসি-র ভারপ্রাপ্ত আধিকারিক ও তথ্য ও জনসংযোগ বিভাগের কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু এদিন সংবাদ প্রভাকর টাইমসকে জানান, আজ কলকাতায় তাদের অফিসে কলকাতা সিটি সিভিল কোর্টের বিচারক জয়ন্ত কোলে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। রাজস্থান সরকারের পক্ষ থেকে আমরা এজন্য অত্যন্ত খুশি। এমন একজন সম্মানীয় ব্যক্তিকে সম্বর্ধিত করতে পেরে আমরা গর্বিত।

কিছুদিন আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর ট্যুইটার হ্যান্ডেলে কলকাতায় রাজস্থান সরকারের আধিকারিক হিংলাজ দন রত্নুর প্রশংসা করেন। যেভাবে হিংলাজ দন রত্নু দেশের সাংস্কৃতিক রাজধানীতে বসে রাজস্থানের কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, পর্যটনকে তুলে ধরার সফল প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা নিয়ে মুখ্যমন্ত্রী বেশ প্রশংসাই করেন।

কলকাতায় বসে হিংলাজ দন রত্নু শুধু পর্যটনের প্রসারেই কাজ করে যাচ্ছেনই না, একই সঙ্গে তিনি কলাতায় বসে তিনি বাংলার সঙ্গে রাজস্থানের নিবিড় সম্পর্ককে আরও মজবুত করার কাজ চলেছেন। এজন্য রাজস্থান অফিসে সপ্তাহের প্রতিদিনই প্রায় রাজ্যের বিশিষ্ট ব্যক্তির আগমন হচ্ছে এখানে। যা একদিক থেকে রাজস্থান সরকারের পক্ষে খুবই ইতিবাচক ইঙ্গিত।

Published on: জুলা ২৫, ২০২৩ @ ২৩:৩৫


শেয়ার করুন