শিলিগুড়িতে ১০ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার

Main দেশ বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২১, ২০২১ @ ২১:২৯

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২১ নভেম্বর:  আবাসিক এলাকা থেকে বিশালাকার একটি পাইথন। রবিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীনে ডাবগ্রাম ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা ১০ ফুট লম্বা বার্মিজ অজগরটিকে উদ্ধার করা হয়।ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির ফারাবাড়ি নেপালি বস্তির কাছে একটি আবাসিক এলাকায়।

স্থানীয় বাসিন্দারা সাপটিকে নিরাপদে উদ্ধারের জন্য নিকটবর্তী ডাবগ্রাম ফরেস্ট রেঞ্জের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন।

ডাবগ্রাম ফরেস্ট রেঞ্জের বন কর্মকর্তা অরিথ দে বলেন, “ফারাবাড়ি নেপালি বস্তির স্থানীয় বাসিন্দারা রাস্তা পার হওয়ার সময় সাপটিকে দেখতে পান। খবর পেয়ে দলটি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে।”

বন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে, জঙ্গলে ছেড়ে দেয়।

Published on: নভে ২১, ২০২১ @ ২১:২৯


শেয়ার করুন