TAFI-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি স্বাগত জানালো THAILAND TOURISM-এর উদ্যোগকে, কি কারণে জানেন

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

  • থাইল্যান্ড পর্যটকদের জন্য নিরাপদ- একথা জানাতে এবং তার প্রমাণ দিতে ভারতীয় সংবাদ মাধ্যম ও ট্রাভেল এজেন্টদের এক প্রতিনিধি দলকে সেদেশে নিয়ে যাচ্ছে থাইল্যান্ড পর্যটন দফতর।
  • কিভাবে পর্যটকদের মন থেকে ভয় দূর করে তাদেরকে থাইল্যান্ড পর্যটনের প্রতি আরও বেশি করে আকৃষ্ট করে তোলা যায় সেদিকেই তারা নজর দিয়েছে। যা সারা বিশ্বে পর্যটন শিল্পের ক্ষেত্রে রীতিমতো যুগান্তকারী ঘটনা বলে মনে করছেন টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।

Published on: মার্চ ২, ২০২০ @ ২৩:৫৬

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২ মার্চ:  করোনাভাইরাস নিয়ে যখন বিশ্বের প্রায় সব দেশ হিমশিম খাচ্ছে ঠিক সেইসময় নিজেদের পর্যটন শিল্পকে ঠিক রাখতে এবং দেশের ঐতিহ্যকে বজায় রাখতে চেষ্টার কোনও কসুর করছে না থাইল্যান্ড পর্যটন দফতর। আর তাই তারা ভারত থেকে সংবাদ মাধ্যম এবং ট্রাভেল এজেন্টদের এক প্রতিনিধি দলকে সেদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। যাতে তারা নিজের চোখে থাইল্যান্ডের পরিস্থিতি দেখে এসে সকলকে তা জানাতে পারে। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া(টাফি)-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি থাইল্যান্ড পর্যটন দফতরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এজন্য তিনি তাঁর মতামত জানিয়ে এর কারণও ব্যাখ্যা করেছেন।

টাফি-র চেয়ারম্যান যে কথা বলেছেন

থাইল্যান্ডের পর্যটন নিয়ে সেদেশের সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে তারা এক অভূতপূর্ব প্রয়াস নিয়েছেন।সাম্প্রতিককালে সারা বিশ্বে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কিন্তু সকলেই এর বিরুদ্ধে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়েই ব্যস্ত রয়েছে। কিন্তু থাইল্যান্ড পর্যটন দফতর কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম। তারা কিন্তু চুপ করে বসে নেই। কিভাবে এই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, কিভাবে লোকজনকে বিশেষ করে পর্যটকদের নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়, কিভাবে পর্যটকদের মন থেকে ভয় দূর করে তাদেরকে থাইল্যান্ড পর্যটনের প্রতি আরও বেশি করে আকৃষ্ট করে তোলা যায় সেদিকেই তারা নজর দিয়েছে। যা সারা বিশ্বে পর্যটন শিল্পের ক্ষেত্রে রীতিমতো যুগান্তকারী ঘটনা বলে মনে করছেন টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।

যে কারণে থাইল্যান্ড পর্যটকদের আহ্বান করতে সমানে প্রয়াস চালাচ্ছে  

“দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে থাইল্যান্ড এমনই একটি দেশ যারা নিজেদের যেকোনও পরিস্থিতিতে সামলে নিতে পারে। এই ক্ষমতা তাদের আছে। যা অন্য অনেক দেশের কাছে খুবই কঠিন ব্যাপার। আমার তো মনে হচ্ছে, থাইল্যান্ড, ইতিমধ্যে করোনাভাইরাস নিয়ে তাদের দেশে সমীক্ষা চালিয়েছে। আর তার পর তারা সমস্ত জায়গাকে সুরক্ষিত করতে পেরেছে। শুধু তাই নয় এখন থাইল্যান্ড মনে হয় সব দিক থেকে স্বাভাবিক রয়েছে। থাইল্যান্ড সরকার তাদের পর্যটন দফতর তেমনটা মনে করছে আর তারা সেরকম ভাবে দেশকে সুরক্ষিত করেই কিন্তু এধরনের বিদেশি প্রতিনিধিদের নিয়ে তাদের দেশ পরিদর্শন করাচ্ছে। তাই থাইল্যান্ড ট্যুরিজমের এমন প্রয়াস অবশ্যই প্রশংসনীয়। ” বলছেন টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।

Published on: মার্চ ২, ২০২০ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1