ট্রাভেল এজেন্টদের জন্য সুখবর! মুম্বইয়ের ‘ডিজনিল্যান্ড’-কে প্রমোট করতে মৌ-স্বাক্ষর, স্বাগত জানাচ্ছে টাফি

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

মুম্বই-এর এক অপূর্ব পার্ক যা কিনা ‘ডিজনিল্যান্ড’-এর মতো তা নিয়ে সেই সংস্থার কর্তাদের সঙ্গে টাফি-র চেয়ারম্যান যিনি কিনা এআর-ইএস-এর কর্তাও তার একটি মৌ-স্বাক্ষরিত হল আজ কলকাতায়।

Published on: মার্চ ৩, ২০২০ @ ১৭:৪০ 

এসপিটি নিউজ, কলকাতা, ৩ মার্চ:  যে কোনও ভ্রমণ বিষয়ক ইস্যু নিয়ে সবসময় এগিয়ে আসে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া। টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এজেন্টদের অগ্রগতি নিয়ে চিন্তাভাবনা করে থাকেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম হল না। মুম্বই-এর ইমাজিকা থিম পার্ক যা কিনা ‘ডিজনিল্যান্ড’-এর মতো তা নিয়ে সেই সংস্থার কর্তাদের সঙ্গে টাফি-র চেয়ারম্যান যিনি কিনা এআর-ইএস-এর কর্তাও তার একটি মৌ-স্বাক্ষরিত হল আজ কলকাতায়। এর ফলে এজেন্টদের সামনে এক নয়া পথ খুলে গেল।

কেন এই মৌ-স্বাক্ষর

  • মুম্বই-এর লোনাভালা হাইওয়েতে ইমাচিকা একটি গ্রিনপার্ক হয়েছে, যা কিনা ডিজনিল্যান্ডের মতো। তার যিনি সিইও ও মার্কেটিং হেড আছেন তার সঙ্গে কথা হয়েছে যে ইস্টার্ন ইন্ডিয়া কলকাতাতে এর প্রমোট করার জন্য। এখানে তারা আজ এসেছেন। যেখানে তাদের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করা হচ্ছে।
  • ইস্টার্ন ইন্ডিয়ার টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- “যেটা আমরা দেখেছি, স্কুলের ছেলে-মেয়েদের কাছে এটা একটা দারুন ঘোরার জায়গা হবে। যেখানে গেলে তারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে। তাছাড়া ওখানে ৩০০ রুম আছে। সেখানে গেলে তিন-চার-পাঁচ দিন অনায়াসে কাটিয়ে আসা যাবে।এখন যে করোনাভাইরাস নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে সেখান থেকে এখন বহু মানুষ আমাদের পূর্ব-ভারতে ঘুরতে আসতে চাইছে। কারণ, এখানকার মানুষ খুবই ভ্রমণ প্রেমিক। তারা সবসময়ই পর্যটকদের পাশে থাকেন।তাই আমরা চাইছি সকলে আসুন। ঘুরে দেখুন আমাদের পছন্দের এলাকা।”

“আপনি অন্য যে কোনও প্রাভাবিত এলাকায় না যান আমাদের ভারতে আসুন। এখানে নিরাপদ ও সুরক্ষিত ভ্রমণ করতে পারবেন। এই সব নিয়েই আমাদের সঙ্গে তাদের আলোচনা হবে। এটা এআর-ইএস -এর সঙ্গে হবে তবে টাফি এটাকে সাপোর্ট করছে। আমি বলবো এজেন্টদের জন্য আরও একটা পথ খুলে যাচ্ছে।” জানান তিনি।

Published on: মার্চ ৩, ২০২০ @ ১৭:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 − = 28