চোর ধরতে এসে পুলিশই হয়ে গেল “বন্দি”, কেন জানেন

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: জানু ৯, ২০১৯ @ ২৩:২২

এসপিটি নিউজ, সাঁকরাইল, ৯ জানুয়ারিঃ রাজ্যে কিছু পুলিশ কাজ করে না- এই অভিযোগ প্রায়ই ওঠে। সাঁকরাইলের ঘটনার পর সেটা আরও জোরালো হয়ে উঠল। যেখানে চুরির ঘটনা ঘিরে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছিল।প্রায় দিনই এলাকায় গরু-মোষ চুরির ঘটনা ঘটছিল। বুধবার ভোর রাতেও একটি বাড়ি থেকে মোষ চুরি হয়। জনতাই ধাওয়া করে চোরকেও ধরে ফেলে। পুলিশকে খবর দেওয়ার পরও তারা আসে দেরী করে। এমন “অপদার্থতা” দেখে ক্ষুব্ধ জনতা শেষে পুলিশকেই বন্দি করে আটকে রাখে একটি স্কুলের ঘরে।

বাসিন্দাদের অভিযোগ, “অপদার্থ” পুলিশকে খবর দিলেও কোনও কাজ করে না। একের পর একটা গরু-মোষ চুরি হয়ে যাচ্ছে। তবু একজন চোরকেও পুলিশ ধরতে পারেনি। আজ ভোর রাতেও চার নং অঞ্চল বেনাগেড়িতে বুলু মালের বাড়ি থেকে দুটি মোষ চুরি করে পালাল চোর তখন বাড়ির লোকজন জানালা ভেঙে বাইরে এসে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে ধরে ফেলে।

চোর ধরে পুলিশের সাহায্য করা হয়। এরপর তো পুলিশের চলে আসা উচিত ছিল। কিন্তু তারা কোনও ভ্রুক্ষেপই করে নি। কোনও গুরুত্বই দিতে চায়নি। ফলে তাদের সময় মতো অনেক দেরী করে তারা আসে চোরকে নিয়ে যেতে। আর তখন এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছয়। তারা বাধ্য হয়ে এই “অপদার্থ” পুলিশকে বন্দি করে স্থানীয় একটি স্কুলের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেয়।

চোর ধরতে এসে শেষে যে নিজেদেরই বন্দি হয়ে যেতে হবে এমনটা বোধ হয় কোনওদিন ভাবতেই পারেনি উর্দি ধারী পুলিশবাবুরা। এতদিন যারা অপরাধীদের ধরে থানায় ধরে নিয়ে যায় আজ কিনা তাদেরই বন্দি করে রাখল জনতা-জনার্দন।এমন খবরে চারিদিকে শোরগোল পড়ে যায়। খবর পৌঁছয় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট-এর কাছে। বিভাগের সহকর্মীদের ছাড়িয়ে নিয়ে যেতে ডিএসপি সাইমন তামাং বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। সেখান থেকে পুলিশ ও চোরকে ধরে থানায় নিয়ে গিয়ে গোটা কান্ডের পরিসমাপ্তি করে।

Published on: জানু ৯, ২০১৯ @ ২৩:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 9