কলকাতায় থাই নববর্ষ ‘সংক্রান’ উদযাপিত হল স্কল-এর সহযোগিতায়

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

ভূবনেশ্বরে আগামী ১২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে থাই ফুড ফেস্টিভ্যাল

Published on: মার্চ ৩০, ২০২৪ at ২৩:৫৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ মার্চ: আজ কলকাতায় থাই নববর্ষ ‘সংক্রান’ উদযাপিত হল। স্কল ইন্টারন্যাশনাল কল্হকাতার সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হয় কলকাতায় নিউটাউনে অবস্থিত একটি পাঁচতারা হোটেলে। ঐতিহ্যবাহী থাই খাবার এবং প্রাণবন্ত উৎসবে এদিনের সন্ধ্যা এক অন্য রূপ নেয়। সংক্রান গানের সাথে তাল মিলিয়ে অন্যান্যদের সঙ্গে নাচ করেন থাই কনসাল জেনারেল সিরিপর্ণ তাঁতিপণ্যথেপ। থাই পর্যটনে ভারতীয়দের অংশগ্রহণের তারিফ করেন তিনি। একই সঙ্গে উল্লেখ করেন যে ২০২৩ যে বিপুল সংখ্যক ভারতীয় ভ্রমণ করেছেন এবার তার চেয়ে আরও বেশি থাইল্যান্ড ভ্রমণ করবেন। একই সঙ্গে তিনি জানান যে আগামী  ১২ এপ্রিল থেকে টানা এক সপ্তাহ ধরে ওড়িশার ভূবনেশ্বরে আয়োজিত হতে চলেছে থাই ফুড ফেস্টিভ্যাল।

অনুষ্ঠানের শুরুতে উপস্থাপকের ভূমিকায় থাই এয়ারওয়েজের সাজিদ উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। যাদের মধ্যে ছিলেন কলকাতায় থাই কনস্যুলেটের কনসাল জেনারেল সিরিপর্ণ তাঁতিপণ্যথেপ, ট্যুরিজম অথোরিটি অন থাইল্যান্ড (ট্যাট)-এর নিউ দিল্লির ডিরেক্টর, মার্কেটিং অফিসার সহ বিশিষ্টরা। অবশ্যই ছিলেন অনুষ্ঠানের মুখ্য আয়োজক স্কল ইন্টারন্যাশনাল কলকাতার প্রেসিডেন্ট আমিন আজগর, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ( টিএএআই)-এর ইস্টার্ন চ্যাপ্টারের চেয়ারম্যান মানব সোনি সহ অনেকেই।

এরপর সংক্রান উৎসবের প্রথা অনুযায়ী ভগবান বুদ্ধের মূর্তিকে শুদ্ধ জল দিয়ে স্নান করানো হয়। সূচনা করেন কনসাল জেনারেল। এরপর একেক একে উপস্থিত অতিথিরা তা করেন।

অনুষ্ঠানকে সফলভাবে পরিচালনার জন্য স্কল ইন্টারন্যাশনাল কলকাতার প্রেসিডেন্ট আমিন আজগর  প্রথমেই তাদের সদস্য অভিজিৎ-কে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার গোটা দলকে ডেকে নেন। একই সঙ্গে তিনি বলেন- স্কল ইন্টারন্যাশনাল হল বিশ্বব্যাপী এক বৃহৎ ট্রাভেল ও ট্যুরিজম-এর প্ল্যাটফর্ম। আজ তারা কলকাতায় থাইল্যান্ডের নববর্ষ ‘সংক্রান’-এর আয়োজন করতে পেরে গর্বিত। কারণ থাইল্যান্ড সবার প্রিয়। পাশাপাশি তিনি থাই এয়ারওয়েজ-এর সাজিদকেও শুভেচ্ছা জানিয়ে বলেন- ১ এপ্রিল থেকে কলকাতা-ব্যাঙ্কক রুটে এয়ারক্র্যাফট-এর নতুন সংস্করন চালু হওয়ায় যাত্রীরা এর সুবিধা পাবেন।

নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর ডিরেক্টর সি পাত্তাভি, আইএপি জানান- তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত খুশি। এমন সুন্দর একটা অনুষ্ঠানে এসে তার থাইল্যান্ডের এই উৎসব সম্পর্কে জানান অভিজ্ঞতা হল। এজন্য তিনি আয়োজক এবং থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এদিন সংবাদ মাধ্যমের কাছে থাইল্যান্ড পর্যটনের উন্নতির বিষয়ে জানাতে গিয়ে কলকাতায় থাই কনসাল জেনারেল সিরিপর্ণ তাঁতিপণ্যথেপ বলেন- ভিসা-ফ্রি করে দেওয়ার পর থাইল্যান্ডে ভারতীয়দের আগমন অনেকটাই বেড়েছে। ২০২৩ সালে ১.৬ মিলিয়ন ভারতীয় থাইল্যান্ড ভ্রমণ করেছেন। এবছর আমরা সংখ্যাটা আরও বেশি আশা করছি। একই সঙ্গে জানাতে চাই যে ২০২৩ সালে থাইল্যান্ড-এ প্রায় ২৪ মিলিয়ন পর্যটকের আগমন হয়েছিল। এবছর অর্থাৎ ২০২৪ সালে আমাদের টার্গেট ৩৫ মিলিয়ন। ভারতীয়দের কাছে থাইল্যান্ড বরাবরই খুব প্রিয়। ভারত থেকে বহু মানুষ থাইল্যান্ড যান। বিশেষ করে কলকাতার মানুষদের জন্য থাইল্যান্ড একেবারে কাছের ডেস্টিনেশন। কারণ হিসাবে বলেন- কলকাতা থেকে মুম্বই উড়ানে যেতে সময় লাগে চার ঘন্টার কাছাকাছি। সেখানে মাত্র আড়াই ঘন্টায় আপনি পৌঁছে যাবেন থাইল্যান্ড। বিশেষ করে ভিসা-ফ্রি করে দেওয়ার পর তো ভ্রমন আরও সহজ হয়ে গিয়েছে।

সবশেষে উপস্থিত সকলে মিউজিকের তালে নাচের মাধ্যমে সংক্রান উৎসবকে উপভোগ করেন।

Published on: মার্চ ৩০, ২০২৪ at ২৩:৫৭


শেয়ার করুন