রাজস্থান ভারতের অন্যতম সেরা গন্তব্য, সকলকে আমন্ত্রণ জানালেন এই দুই পর্যটন কর্তা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১৫, ২০২৩ @ ১১:৩৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ জুলাই: এবার টিটিএফ কলকাতা ২০২৩-এ অংশ নিয়েছে রাজস্থান।অসাধারণ স্টল দর্শকদের নজর কেড়েছে। রাজস্থান ইতিমধ্যেই সারা ভারতে অন্যতম সেরা গন্তব্যের স্থান করে নিয়েছে।বিশেষ করে বাংলা থেকে সবচেয়ে বেশি বুকিং হওয়ার সুবাদে এক অনন্য নজির স্থাপন করেছে। আর এর সমস্ত কৃতিত্বই কিন্তু এখানকার দায়িত্বে থাকা কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও আরটিডিসি-র ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নুর।দায়িত্বশীল এই আধিকারিকের পাশে বসে সেই কথা স্বীকার করতেও দ্বিধা করেননি রাজস্থান পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর বিকাশ পান্ডিয়া।

এক একান্ত সাক্ষাৎকারে বিকাশ পান্ডিয়া সংবাদ প্রভাকর টাইমসকে বলেন- “কোভিডের পর রাজস্থান এখন তৈরী। রাজস্থান এখন দারুনভাবে এগিয়ে চলেছে। করোনার পর ডোমেস্টিক ট্যুরিম অনেকটাই বেড়ে গিয়েছে। ডোমেস্টিক ট্যুরিস্ট অনেক বেড়েছে। এখন রাজস্থান পর্যটন বিভাগ গ্রামীণ পর্যটনকে দারুনভাবে তুলে ধরছে। এর ফলে গ্রামের উন্নয়ন হচ্ছে। এখন আমরা নতুন নতুন গন্তব্য তুলে ধরছি। যাতে আম্নুষ আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠে। আমরা দেখছি রাজস্থানের প্রতি মানুষের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে। এটা রাজস্থান পর্যটনের পক্ষে দারুন ইঙ্গিত।”

“বিদেশি পর্যটকের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। করোনার পর সমস্ত ধরনের পর্যটকের সংখ্যা বেড়েছে। প্যালেস অব হুইলস-কে আমরা সমস্ত পরিকল্পনা সহ শুরু করছি। ডোমেস্টিক ট্যুরিস্ট-এর সংখ্যা এখন অনেক বেড়েছে।” বলেন ডেপুটি ডিরেক্টর।

তিনি বলেন-“দেখুন আমাদের প্রধাম গন্তব্য উদয়পুর আর জয়পুর সিটি। কারণ এখানে ইউনেস্কোর হেরিটেজ সিটির অ্যাওয়ার্ড মিলেছে। উদয়পুরও আমাদের প্রধান গন্তব্য। এছাড়াও আমাদের যে ডেজার্ট পার্ট আছে অর্থাৎ মরুভূমি এলাকা – জয়শলমীর, জোধপুর, বিকানের। এই জায়গাগুলিও পর্যটকদের কাছে আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু।”

সব শেষে রাজস্থানের এই পর্যটন কর্তা এক আবেদনে বলেছেন- পর্যটকরা আরও বেশি করে ঘুরুন। আনন্দ করুন। আপনারা রাজস্থান আসুন।এখানে হিল স্টেশন আছে। আমাদের লেক আছে। মরুভূমি সব কিছু আছে। সবাই আসুন রাজস্থান।

Published on: জুলা ১৫, ২০২৩ @ ১১:৩৬


শেয়ার করুন