আন্দোলনকে গুড বাইঃ ফুটবল খেলেই পাওয়ার গ্রিড নির্মাণকে স্বাগত জানালেন গ্রামবাসীরা

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                                                 ছবি– বাপন ঘোষ

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২০:২২

এসপিটি নিউজ, চন্দ্রকোনা, ১২ ডিসেম্বরঃ ভাঙর যা পারেনি তা করে দেখাল চন্দ্রকোনা রোডের বাসিন্দারা। গত ৪ ডিসেম্বর থেকে যে পাওয়ার গ্রিড নির্মাণ নিয়ে জট পাকিয়েছিল বুধবার তা অনায়াসে কেটে গেল। গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধিদের কথাকে গুরুত্ব দিয়ে আন্দোলনকে ‘গুড বাই’ জানালেন। একই সঙ্গে নির্মাণের স্থান সংলগ্ন মাঠে ফুটবল খেলে ফের এই কাজ শুরু করার বিষয়ে স্বাগত জানালেন। অভূতপূর্ব এই ঘটনায় প্রশাসন গ্রামবাসীদের এমন ভূমিকায় অভিভূত।

প্রায় পাঁচ মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলায় পেওয়ার গ্রিড নির্মাণের কাজ শুরু হয়। গড়বেতা-৩নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বুড়ামারা এলাকায়। ৮৩ একর জায়গার উপর এই কাজ গত পাঁচ মাস ধরে চলার পর হঠাৎ করে গ্রামবাসীরা গত ৪ঠা ডিসেম্বর থেকে আন্দোলন করে বন্ধ দেয়। ফলে নির্মাণে সমস্যা দেখা দেয়।

প্রশাসন প্রথমে নিজেদের মতো করে গ্রামবাসীদের বোঝাতে গিয়ে ব্যর্থ হয়। এরপর ব্লক প্রশাসন, স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাত সহ পুলিশের আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন। তাদের বোঝান। এর সুবিধার কথা। গ্রামবাসীরা এরপর আন্দোলন তুলে নিতে রাজী হয়।

গ্রামবাসীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরি ফের বুড়ামারা এলাকায় বুধবার থেকে কাজ শুরু হয়।এরপর পুলিশের উদ্যোগে সেখানে সৈকত কাপ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শচীন মক্কড়। গ্রামবাসীরা আন্দোলনকে ‘গুড বাই’ জানিয়ে ফুটবল খেলায় মেতে ওঠেন। স্বাগত জানান পাওয়ার গ্রিড নির্মাণে। সব ভালভাবেই মিটে যায়। শুরু হয় কাজ।

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২০:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 33 = 41