বুথ ফেরত সমীক্ষায় সর্বভারতীয় টিভি চ্যানেলগুলি দিল মোদি সরকারের ফিরে আসার ইঙ্গিত

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ২০, ২০১৯ @ ০০:০১

এসপিটি নিউজ ডেস্কঃ আজই শেষ হল লোকসভা ভোট গ্রহণের কাজ। আর সেই ভোট শেষ হতেই দেশের সমস্ত টিভি চ্যানেলগুলি বসে পড়ল বুথ ফেরত সমীক্ষায়। আর তাতে চ্যানেলগুলি দিল মোদি সরকারের ফিরে আসার ইঙ্গিতই। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ আসতে চলেছে আর ৫৪৩টি আসনের মধ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সিএনএন-নিউজ 18-IPSOS বলছে

বিজেপি ও তার সহযোগী দল এবারের ভোটে সর্বোচ্চ ৩৩৬টি আসন পাবে যার মধ্যে বিজেপি একাই পাবে ২৭৬টি আসন। যা ২০১৪ সালের লোকসভা ভোটের চাইতে অনেক বেশি। সেখানে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সকে দেওয়া হয়েছে মাত্র ৮২টি আসন যার মধ্যে কংগ্রেস পেতে পারে ৪৬টি আসন। এসবই কিন্তু বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।

আজতক টিভি বলছে

বিজেপি পেতে পারে ৩৩৯ থেকে ৩৬৫টি আসন ইউপিএ কংগ্রেস পেতে পারে ৭৭-১০৮, অন্যান্যরা পেতে পারে ৬৯-৯৫টি আসন।

টাইমস নাউ-VMR বলছে

বিজেপি ও তার সহযোগী দলগুলিকে দেওয়া হয়েছে ৩০৬টি আসন। যেখানে রিপাবলিক- সি ভোটার দিয়েছে একটি আসন কম। টাইমস নাউ চ্যানেলটি কংগ্রেস ও তার সহযোগী দলকে দিয়েছে ১৩২টি আসনের ইঙ্গিত। ন্যান্যদের দিয়েছে সেখানে ১০৪টি আসনের ইঙ্গিত।

রিপাবলিক টিভি-সি ভোটার বলছে

কংগ্রেস ও তার সহযোগী দল ইউপিএ পেতে পারে ১২৪টি আসন যদিও অন্যান্যরা পেতে পারে ১১৩টি। উত্তরপ্রদেশে বিএসপি-এসপি-আরএলডি ৮০টি আসনের মধ্যে পেতে পারে ২৬টি আসন।

রিপাবলিক টিভির ‘জন কি বাত’ বলছে

বিজেপি ও তাদের সহযোগী দল পেতে পারে ২৮৭টি আসন। যদিও কংগ্রেস ও তার ইউপিএ পেতে পারে ১২৮টি আসন। অন্যান্যরা পেতে পারেন মাত্র ১২৭টি আসন।

নিউজ এক্স-নেতার সমীক্ষা বলছে

বিজেপি ও তার সহযোগী দল পেতে পারে ২৪২টি আসন যার মধ্যে বিজেপি একাই পেতে পারে ২০২টি আসন। এই চ্যানেলটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ-কে দিয়েছে ১৬৫টি আসনে জেতার ইঙ্গিত এবং অন্যান্যরা পেতে পারে ১৩৬টি আসন।

বিটিভিআই-সি ভোটার সমীক্ষা বলছে

এনডিএ পেতে পারে ২৮৭টি আসন যেখানে ইউপিএ পেতে পারে ১২৮টি আসন এবং অন্যান্যদের ১২৭টি আসনে পাওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।

জিটিভি বলছে

এনডিএ ৩০০ আসন এবং ইউপিএ ১২৮ এবং অন্যান্যরা পেতে পারে ১১৪টি আসন।

২০১৪ সালের নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৪১টি আসন যার মধ্যে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। ইউপিএ পেয়েছিল মাত্র ৬০টি যার মধ্যে কংগ্রেস একা পেয়েছিল মাত্র ৪৪টি আসন।

Published on: মে ২০, ২০১৯ @ ০০:০১

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + = 20