আজ ভারত ও বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস

Main দেশ বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ডিসে ১৬, ২০২০ @ ১০:৪২

এসপিটি নিউজ:  আজ ১৬ ডিসেম্বর ভারত ও বাংলাদেশে পালিত হচ্ছে ৪৯তম বিজয় দিবস। ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের দিন হিসেবে প্রতি বছর আজকের দিনটি দুই দেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দুই দেশের প্রধানমন্ত্রী বিজয়স্তম্ভে ফুল দিয়ে এই দিনটি পালন করে থাকেন। আজও তার ব্যতিক্রম হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবসে বিজয়ী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তির লক্ষ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয়ে বাংলাদেশ বাহিনীর বিজয় পালনের জন্য প্রতি বছর এই দিনটি দুই দেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ৪৯ বছর আগে পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করার পর ঢাকায় রমনা রেসকোর্স ময়দানে ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ভারতীয় সেনবাবাহিনী ও বাংলাদেশ মুক্তি বাহিনীর সামনে পাকিস্তানের পাকিস্তানের প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী সহ ৯৩ হাজার পাক সৈন্য আত্মসমর্পন করেন।

একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাপ্তির ৪৯ তম বার্ষিকীতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক ট্যুইট বার্তায় লিখেছেন- “আমি বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সালাম জানাই, যারা বীরত্বের সঙ্গে নতুন অধ্যায় লিখেছেন সেই সমস্ত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের ত্যাগ ভারতীয়দের মধ্যে অনুপ্রেরণা জাগায়। জাতি তাদের সর্বদা শ্রদ্ধা করবে।”

Published on: ডিসে ১৬, ২০২০ @ ১০:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 16 = 20