মণিপুরে আটকে পড়া শিক্ষার্থীদের ফেরানো ব্যবস্থা করল রাজস্থান সরকার, কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির হিংলাজ দন রত্নু

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৯, ২০২৩ @ ০১:৩৩

এসপিটি নিউজ, কলকাতা, ৯ মে: কোভিড মহামারীর সময় রাজস্থান সরকারের এই উদ্যোগ প্রশ্নগসা কুড়িয়েছিল। আবার সোমবার সেই রকম উদ্যোগই নজরে এল। মণিপুর থেকে এদিন আটকে পড়া ছাত্র-ছাত্রীদের ফিয়ে আনতে রাজস্থানের অশোক গেহলট সরকার ইন্ডিগো উড়ানের ব্যবস্থা করেছিলেন। কলকাতায় তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন তথ্য ও জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হিংলাজ দান রতনু ।

শিক্ষার্থীদের ফেরাতে ইন্ডিগো এয়ারলাইন্স

মণিপুরে আটকে পড়া শিক্ষার্থীদের জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে রাজস্থান সরকার দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

সোমবার সকালে প্রথম ফ্লাইটে ৩৬ জন ছাত্র এবং দ্বিতীয় ফ্লাইটে ৪৬ জন (মোট ৮২ জন) ইম্ফল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।এর মধ্যে ২৬ জন ছাত্র কলকাতা থেকে জয়পুরের উদ্দেশ্যে ইন্ডিগো ফ্লাইটে দুপুর ২.৫০ টায় ছেড়ে যায় এবং বিকাল ৫টায় জয়পুর পৌঁছয়। এর পরে ২৫ জন ছাত্র কলকাতা থেকে জয়পুরের উদ্দেশ্যে ইন্ডিগোর ফ্লাইটে সন্ধ্যা ৬.২৫টায় ছেড়ে যাবে এবং রাত ৮.৪০টায় জয়পুরে পৌঁছয়।

জানা গিয়েছে,  বাকি সমস্ত ছাত্ররা পরের দিন অর্থাৎ দুপুর ২.৫০ টায় ইন্ডিগো ফ্লাইটে জয়পুরের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবে এবং বিকাল৫ টায় জয়পুর পৌঁছবে।

কলকাতা বিমানবন্দরে অভ্যর্থণা

রাজস্থান সরকারের পক্ষ থেকে, এই ছাত্রদের কলকাতা বিমানবন্দরে  অভ্যর্থনা ও মালা দিয়েছিলেন তথ্য ও জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হিংলাজ দান রতনু। আর তাদের সকালের জলখাবারের  ব্যবস্থা করা হয়েছিল বিমানবন্দরেই।

আরও বলা হয়েছে, যে ছাত্ররা কলকাতায় থাকবেন এবং আগামীকাল আসবেন, প্রবাসী রাজস্থানী সমাজকর্মী প্রহ্লাদ রায় গোয়েঙ্কার সহায়তায় তাদের জন্য কলকাতায় থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কথা বলবেন উচ্চশিক্ষার প্রধান সচিব

সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি (CAU) এ অধ্যয়নরত কিছু ছাত্র যাদের পরীক্ষা আগামী ২-৩দিনের মধ্যে নির্ধারিত ছিল৷ তাদের বিষয়ে উচ্চ শিক্ষার প্রধান সচিব ভবানী সিং ভিসি, সিএইউ-এর সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে এই পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে। সেই অনুযায়ী, পরবর্তী বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে এই অবশিষ্ট শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়াও, মুখ্যমন্ত্রীর ইচ্ছানুযায়ী যে কোনও কারণে এই বিশেষ ফ্লাইটে আসা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের বাণিজ্যিক ফ্লাইটে আনার চেষ্টা করা হচ্ছে।

Published on: মে ৯, ২০২৩ @ ০১:৩৩


শেয়ার করুন