অভিনন্দনের MRI: একটি আঘাত ছাড়া পাওয়া গেল না বিশেষ কিছু

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১৭:২১

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ৩ মার্চঃ শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে ভারতের মাটিতে পা রাখেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমান। এরপর তাঁকে নিয়ে আসা হয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লিতে। সেখানে তাঁকে নিয়ে যাওয়া হয় আরআর হাসপাতালে। চিকিৎসার জন্য। ইতিমধ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে। গত কাল তাঁকে দেখতে এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সহ অনেকেই। সেখানে অভিনন্দন জানিয়েছিলেন- পাকিস্তানে বন্দি অবস্থায় তাদের সেনা ও আইএসআই আধিকারিকরা অনেকভাবে তাঁর কাছ থেকে বহু তথ্য বের করা চেষ্টা করেছেন। কিন্তু তাদের সামনে দেশের সম্মান বিকিয়ে দিয়ে আসেননি। একই সঙ্গে তিনি জানান যে তাকে শারীরিক নয় মানসিকভাবে হেন্সথা করা হয়েছিল। কিন্তু আশঙ্কা করা হচ্ছিল যে পাকিস্তান আবার তাঁর শরীরে কোনও কিছু ঢুকিয়ে দেয়নি তো। তা সে জীবাণু হোক কিংবা স্বয়ংক্রিয় চিপ।

আজ বায়ুসেনার হাসাপাতালের নিজস্ব বিভাগে অভিনন্দনের শরীরের এমআরআই করানো। উ্পস্থিত ডাক্তাররা খুব ভালোভাবে তাঁর শরীরের স্ক্যান করেন। তারপর তারা অভিনন্দনের শরীরের ভিতর কোথাও কোনঅ স্থানেই কিন্তু তেমন কিছু দেখতে পাননি। তবে তারা আবারও স্ক্যান করেন। ডাক্তারদের চোখে বলা ভাল স্ক্যানে যেটা ধরা পড়েছে সেটা হল অভিনন্দনের লোয়ার স্পাইনে একটি আঘাত দেখা গেছে।

মনে করা হচ্ছে ২৭ তারিখ যখন তিনি মিগ-২১ নিয়ে পাকিস্তানের ফ-১৬ যুদ্ধবিমানের পিছু নিয়েছিলেন তখন যে দুর্ঘটনার কবলে পড়েন এবং প্যারাশুটে করে তিনি যখন নামেন তখন হয়তো এই চোট তাঁর লাগতে পারে। মনে করিয়ে দেওয়া যেতে পারে যে সেদিন পাকিস্তানের সেই এফ-১৬ যুদ্ধবিমানটি কিন্তু ধ্বংস হয়ে যায়।

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১৭:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 − 38 =