বিশিষ্ট ঔপন্যাসিক সমরেশ মজুমদার প্রয়াত, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Main দেশ ভ্রমণ রাজ্য সাহিত্য
শেয়ার করুন

Published on: মে ৮, ২০২৩ @ ২৩:৫৪

এসপিটি নিউজ, কলকাতা, ৮ মে: দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সন্ধ্যা ৫টা ৪৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ঔপন্যাসিক সমরেশ মজুমদার। কলকাতা অ্যাপেলো হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই মৃত্যু হয় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম পুরোধার। হাসপাতাল কর্তৃপক্ষ এক বুলেটিনে এই খবর এদিন জানিয়েছে।

ওই বুলেটিনে জানানো হয়েছে, গত ২৫ এপ্রিল, ২০২৩ তারিখে সমরেশ মজুমদারকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একাধিক ডান-পার্শ্বযুক্ত এম্বোলিক ইনফার্কট (স্ট্রোক)এবং বক্তৃতা এবং গিলতে বাধা (বুলবার পালসি) যা শ্বাসযন্ত্রের দিকে পরিচালিত করতে ব্যর্থ হচ্ছিল। তার সিওপিডি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং এর ইতিহাস ছিল মায়াস্থেনিয়া গ্রাভিস। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা ৫.৪৫ মিনিট, ৮ মে,২০২৩ তারিখে।  আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম নায়কের মৃত্যুতে হাসপাতাল গভীরভাবে শোকাহত ।

এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন- “বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।   তিনি আজ  কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর।বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল:  দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি।পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে  ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল।আমি  সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন বাংলা ১৩৪৮ সনের ২৬ ফাল্গুন, ১০ মার্চ ১৯৪২ সালে। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গোয়েরকাটা চা বাগানে। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি কলকাতায় আসেন ১৯৬০ সালে। বাংলায় স্নাতক সম্পন্ন করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে এবং মাস্টার্স সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি য়ানন্দবাজার পাবলিশার্স লিমিটেডের সাথে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারের প্রতি তার প্রচণ্ড আসক্তি ছিলো। তার প্রথম গল্প “অন্যমাত্রা” লেখাই হয়েছিলো মঞ্চনাটক হিসাবে, আর সেখান থেকেই তার লেখকজীবনের শুরু। তার লেখা অন্যমাত্রা ছাপা হয়েছিলো দেশ পত্রিকায় ১৯৬৭ সালে। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস “দৌড়” ছাপা হয়েছিলো দেশেই ১৯৭৫ সালে গৌচপ্রম ছদ্মনামে। তিনি শুধু তাঁর লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাস লেখনীতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর প্রত্যেকটি উপন্যাসের বিষয় ভিন্ন, রচনার গতি এবং গল্প বলার ভঙ্গি পাঠকদের আকৃষ্ট করে।

Published on: মে ৮, ২০২৩ @ ২৩:৫৪


শেয়ার করুন