মণিপাল-মেডিকার অসাধারণ উদ্যোগ- ক্যানসারজয়ীদের নিয়ে হবে পেশাদারি নাটক, পরিচালনায় চন্দন সেন

Main দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০২৫ at ১২:৩৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: চিকিৎসা জগতে দারুনভাবে সাড়া ফেলে দিয়েছে মণিপাল গ্রুপ-মেডিকা। ক্যান্সার রোগীদের নিয়ে তারা সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। এমন বেশ কয়েকজন তো ক্যান্সারের মারন রোগ জয় করে জীবনের সাফল্যের সিঁড়িতে চড়তেও শুরু করেছেন। গতকাল ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে ভারতের একাধিক হাসপাতাল নিজেদের মতো করে দিনটি উদযাপন করেছে। কিন্তু তাদের সবাইকে ছাপিয়ে গিয়েছে মণিপাল গ্রুপ ও মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগ। যেখানে তারা ঘোষনা করেছে যে ক্যান্সারজয়ীদের নিয়ে তারা একটি সম্পূর্ণ পেশাদি নাটক বানাবে। আর তার দায়িত্ব তারা দিয়েছেন খ্যাতনামা নাট্য অভিনেতা ও পরিচালক চন্দন সেনকে। এদিন এই কথা ঘোষনা করেন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর ডঃ সৌরভ দত্ত।

এদিন ডঃ সৌরভ দত্ত এই প্রসঙ্গে বলেন- “এর আগে ক্যান্সার দিবসে নানা কর্মসূচির আমরা সূচনা করেছিলাম। তা আজ একটু অন্যরকম কিছু ঘোষণা করতে চলেছি। আপনারা জানেন কিনা জানি না, চন্দনদার অনুমতি নিয়ে বলছি- চন্দনদা একজন ক্যান্সার সারভাইভার। ট্রিট্মেন্ট হয়েছিল আমাদের যিনি অভিভাবক বলতে পারেন সুবীর (ডঃ সুবীর গাঙ্গুলি) স্যারের আন্ডারে। সেক্ষেত্রে চন্দনদাও কিন্তু একজন উদাহরণ। ক্যান্সার জয় করে কি করা যায়- আমি কয়েকদিন আগে চন্দন্দার একটা লেখা পড়ছিলাম তাতে তিনি লিখেছেন সুবীর স্যার কিভাবে ওনাকে বকা দিয়েছিলেন ক্যান্সার নিয়ে বেশি চিন্তা না করতে।“

“আমরা এবার যেটা ঘোষণা করছি- সেই কথা। আমরা চন্দনদাকে অনুরোধ করেছিলাম মেডিকা ও মণিপালের উদ্যোগ এটা । আমরা অনুরোধ করেছিলাম যে ক্যান্সার সারভাইভারদের নিয়ে একটি প্রফেশনাল নাটক করতে চাই। যে নাটক বিভিন্ন গ্রুপ করে , এর আগে আপনারা দেখবেন যে জেলের ইনমেটদের নিয়ে একটা নাটক হয় যেটা খুবই বিখ্যাত হয়েছিল। সেখান থেকে একজন অভিনেতা এখন সুপারস্টার হয়েছে। আমরাও হয়ত দেখতে পাব যে আমাদের ক্যান্সারজয়ীদের মধ্যে থেকে এরকম একজন উঠে এল বা আরও বেশি। জানি, কঠিন কাজ। একেবারে হয়ত নাটকের আনকোরা কিছু লোককে নিয়ে কাজ করা। কিন্তু তার জন্যই তো চন্দনদা।“

ডঃ সৌরভ দত্ত কথার রেশ টেনে বলছিলেন- “তা আমরা চন্দনদা ও এক নাট্য সংস্থাকে অনুরোধ করেছিলাম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তারা এই অনুরোধ রেখেছেন। আজ এখান থেকে ঘোষণা করছি যে ক্যান্সারজয়ীদের নিয়ে একটি সম্পূর্ণ পেশাদারি নাটক তৈরি করব। তার পুরো দায়িত্ব সম্পূর্ণ অর্থনৈতিক দিকটা নেবে মণিপাল গ্রুপ এবং মেডিকা। এই নাটকের নির্দেশনা থেকে শুরু করে পরিচালনা সমস্ত কিছু করবে চন্দনদা এবং নাট্য আনন্দ। এখানে এমন নয় যে শুধুমাত্র এখানে চিকিৎসা করিয়েছেন এমন কোনও ক্যান্সার রোগী নন যে কোনও জায়গার ক্যান্সার রোগীরাও আবেদনের ভিত্তিতে অংশ নিতে পারবেন। তা জানিয়ে দেওয়া হবে।“

এরপর নিজের বক্তব্য তুলে ধরার সময় চন্দন সেন বলেন- “আমি গোড়ায় একটু ভয় পেয়েছিলাম। তার কারণ, যারা কানে শুনতে পারেন না,কথা বলতে পারেন না- সমাজের বুকে অন্যভাবে চেষ্টা করছেন। তাদের সঙ্গে কাজ করেছি বা কিছু অন্ধ মানুষ আছেন সম্পূর্ণ, আংশিক নয় তাদের সঙ্গেও কাজ করেছি। কিন্তু মাঝখানে একটা জায়গায় গিয়ে – আপনারা সবাই জানেন রোগটার নাম মাল্টিপল স্লিরোসিস, এদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার এমন বেশ কিছু অভিজ্ঞতা হয়েছিল যে আমাকে স্পর্শ করে গিয়েছে। ভেবে রেখেছি যে ভবিষ্যতে আমি যদি কোনও চরিত্র করতে পারি তারা আমাকে হয়ত রিদ্ধ করেছে। কিন্তু বিশেষ করে আমার যে ছ’টা বছর ২০১০ থেকে ২০১৬ তাতে আমি জানি কি কি সমস্যার মুখোমুখি হতে পারে একজন ক্যানসার সারভাইভার বা যাদের ক্যানসার এখনও আছে চিকিৎসা চলছে তাদের কিভাবে সমস্যা হতে পারে।।“

“আমি ব্যক্তিগতভাবে যেহেতু জানি সেহেতু আমার নিজের মনে হয়েছিল যে এটা একটা বড় সমস্যা হলেও হতে পারে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ঘটনাটা ঘটানো হচ্ছে সেটাতে আমার মনে হয়েছিল এটা নিয়ে আর ভাবার দরকার নেই। যেদিন প্রথম মিটিং হয় সৌরভ ( ডঃ সৌরভ দত্ত) এবং সুবীরদা (ডঃ সুবীর গাঙ্গুলি)-র সাথে  সেদিন আমার মনে হয়েছিল এটা করতেই হবে। কারণ, একবার যদি শুরু করা যায় তাহলে আমার মনে হয় অন্যান্য যে ক্ষেত্রগুলি আছে সেগুলিতেও মানুষজন এগিয়ে আসবে। একবার যদি শুরু করা যায়। শুধু শুরু করা যাচ্ছে না। এবার শুরু হবে।“

Published on: ফেব্রু ৫, ২০২৫ at ১২:৩৭


শেয়ার করুন