
জয়সূচক গোলের পর উমতিতিকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি-ফিফা
Published on: জুলা ১১, ২০১৮ @ ১৫:১৫
এসপিটি স্পোর্টস ডেস্কঃ চূড়ান্ত পর্বে পৌঁছতে চলেছে বিশ্বকাপ ২০১৮। রাশিয়ায় উদ্বোধনী ম্যাচ থেকে সেমিফাইনাল হয়েছে একাধিক রেকর্ড। উঠে এসেছে অনেক তথ্য। প্রথম সেমিফাইনালে এবারের অন্যতম ফেবারিট বেলজিয়াম বিদায় নিল। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া-ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর তারা কি ফের ফাইনালে পৌঁছতে পারবে নাকি ১৯৯০ সালের পুনরাবৃত্তি হয়ে এবারও অধরা থেকে যাবে বিশ্বকাপের ফাইনাল খেলা। এসব নিয়ে থাকছে বিশ্বকাপের আরও খুঁটিনাটি খবর। সংবাদ প্রভাকর টাইমস গত এক মাস আগে থেকেই তুলে ধরেছে অনেক না জানা তথ্য। এবার থাকছে একেবারে লাইভ আপডেট। আমরা চাই নতুনকে চেনাতে নতুনকে জানাতে।পাঠক এই কলমের মাধ্যমে জানতে পারবে বিশ্বকাপের নানা খবর। চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে রাশিয়া ৫-০ গোলে হারাল সৌদি আরবকে।
ম্যাচের ১২মিনিটে ইউরি গ্যাজিন্সকি গোল করে ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখে রাখলেন।
ক্রোয়েশিয়া-ডেনমার্কের শেষ ১৬-র ম্যাচের আগে পর্যন্ত স্পেনের বিরুদ্ধে ৪ মিনিটের মাথায় পেনাল্টিতে করা রোনাল্ডোর গোলই এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে ছিল।এই ম্যাচে ডেনমার্কের এম জোরগেনসেনের ১ মিনিটে করা গোল হয়ে গেল এবারের বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল।
উদ্বোধনী ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়লেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিশ চেরিশেভ। তিনি ম্যাচের ৪৩ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৯০+৪ মিনিটে গোল করেন।
প্রথম ম্যাচ হল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে গোল সংখ্যা ছিল ১১৮। শেষ ১৬-র আটটি ম্যাচে গোল হয়ে গেল ৪৩টি। অর্থাৎ সব মিলিয়ে গোল সংখ্যা দাঁড়াল ১৬১টি।
সেমি ফাইনাল
একনজরে ফ্রান্স – বেলজিয়াম ম্যাচ
ফ্রান্স -১ বেলজিয়াম০
উমতিতি (৫১মি.)
ম্যান অফ দ্য ম্যাচ- স্যামুয়েল উমতিতি (ফ্রান্স)
বল দখলে রেখেছে ফ্রান্স ৩৬% আর বেলজিয়াম দখলে রেখেছে ৬৪%
ফ্রান্স শট নিয়েছে ১৯ আর বেলজিয়াম নিয়েছে ৯।
ফ্রান্স গোল লক্ষ্য করে শট নিয়েছে ৫ আর বেলজিয়াম ৩।
ফ্রান্স কর্নার আদায় করেছে ৪ আর বেলজিয়াম নিয়েছে ৫টি।
ফ্রান্স ফাউল করেছে ৬ আর বেলজিয়াম করেছে ১৬।
রেকর্ড
ফ্রান্স এই নিয়ে তিনবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছল। এর আগে ১৯৯৮ ও ২০০৬ সালে তারা ফাইনালে পৌঁছেছিল।ইউরোপের দেশগুলির মধ্যে তাদের চেয়ে বেশিবার ফাইনালে পৌঁছেছে জার্মানি ৮ বার, ইতালি ছ’বার।
২০১৬ সালের বন্ধুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিরুদ্ধে পরাজয়ের পর বেলজিয়াম এই প্রথম হেরে গেল।
ফ্রান্স এই নিয়ে বেলজিয়ামকে তিনবার হারাল বিশ্বকাপে।
২০১৮ ফিফা বিশ্বকাপে ৪৪% শতাংশ গোল এসেছে সেট-পিস থেকে.১৫৮টির মধ্যে ৬৯টি, যার মধ্যে পেনাল্টিও আছে।
Published on: জুলা ১১, ২০১৮ @ ১৫:১৫