মোদি সর্বাধিক পছন্দের পুরুষ হিসেবে বিশ্বে ৬ নম্বরে, ভারতে এক নম্বরে, পিছনে রোনাল্ডো-মেসি

দেশ বিদেশ
শেয়ার করুন

বিশ্বের ৪১টি দেশের ৪২ হাজার মানুষের অনলাইন ইন্টারভিউ-এর উপর ভিত্তি করে ব্রিটেনের ফর্ম YOUGOV পুরুষ এবং মহিলাদের ক্রম তালিকা প্রকাশ করেছে।

বিল গেটস এই বছরে বিশ্বে সর্বাধিক পছন্দের পুরুষ নির্বাচিত হয়েছেন।মহিলাদের মধ্যে মিশেল ওবামা অ্যাঞ্জেলিনা জলিকে পিছনে ফেলে দিয়ে শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছেন।

ভারতীয়দের মধ্যে পুরুষদের তালিকায় স্থান হয়েছে শাহরুখ ও সলমানের এবং মহিলাদের তালিকায় স্থান পেয়েছেন সুস্মিতা সেন।

Published on: জুলা ১৯, ২০১৯ @ ২১:২৩

এসপিটি নিউজ ডেস্ক: বিশ্বে সবচেয়ে বেশি পছন্দের ভারতীয় পুরুষ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমিতাভ বচ্চন রয়েছেন দুই নম্বরে। মহিলাদের ক্ষত্রে দীপিকা পাড়ুকন এক নম্বরে এবং দুই নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্রিটেনের ইন্টারনেট মার্কেট রিসার্চ এবং ডেটা অ্যানালিটিক ফর্ম YOUGOV এ বছর বিশ্বের টপ-২০ অ্যাডমায়ার্ড পুরুষ এবং মহিলাদের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। বিল গেটস এই বছরে বিশ্বে সর্বাধিক পছন্দের পুরুষ নির্বাচিত হয়েছেন। মহিলাদের মধ্যে মিশেল ওবামা অ্যাঞ্জেলিনা জলিকে পিছনে ফেলে দিয়ে শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছেন। মিশেল আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার স্ত্রী। অ্যাঞ্জেলিনা হলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী।

কতটা তাৎপর্যপূর্ণ

তালিকায় বিশ্বে সর্বাধিক পছন্দের ভারতীয় পুরুষ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে বলিউডের স্টারদের পিছনে ফেলে দিয়ে শ্রেষ্ঠ ভারতীয় পুরুষ হিসেবে উঠে এসেছেন তা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, এবারের লোকসভা ভোটে কিন্তু বিরোধীদের আক্রমণের লক্ষ্য ছিল মোদি। আর বিজেপির স্লোগানও ছিল ‘ফির এক বার মোদি সরকার’। এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু সারা দেশে বাজিমাত করেছে বিজেপি। আর তাদের নিয়ন্ত্রিত সরকার এখন পরিচিত হয়েছে ‘মোদি-২’ সরকার নামে। এ থেকেই মোদির জনপ্রিয়তার আঁচ কিন্তু পাওয়া গেছে।

মোদি যেভাবে চলচ্চিত্র তারকাদের পিছনে ফেলেছেন

ব্রিটেনের যে সংস্থাটি এই তালিকা প্রকাশ করেছে সেখানে যে এই মুহূর্তে সারা দেশে সব চেয়ে বেশি পছন্দের ভারতীয় পুরুষ নরেন্দ্র মোদি হবেন সে বিষয়ে সারা বিশ্ব তাদের রায় জানিয়ে দিয়েছে। মোদির জনপ্রিয়তার ধারেকাছেও যে ভারতের তাবড় তাবড় চলচ্চিত্র তারকারাও নেই সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে ব্রিটিশদের প্রকাশিত এই তালিকা থেকে। সারা বিশ্বের সেরা ২০ তালিকায় মোদির স্থান ছয় নম্বরে। যেখানে তিনি অনেক পিছনে ফেলে দিয়েছেন অমিতাভ বচ্চনকে, তার স্থান ১২ নম্বরে। শাহরুখ খান আছেন ১৬ এবং সলমন খান আছেন ১৮ নম্বরে। মজার বিষয় শুধু ভারতীয় চলচ্চিত্র তারকাই নয় ফুটবল বিশ্বের এই মুহূর্তের দুই সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকেও মোদি পিছনে ফেলে দিয়েছেন।

নজরে মালা ইউসুফজাই

ঠিক তেমনই পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই এই উপমহাদেশে সবচেয়ে পছন্দের মহিলা হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। তাঁর স্থানও কিন্তু মহিলাদের তালিকায় সারা বিশ্বে মোদির মতোই ছয় নম্বরে। তিনিও কিন্তু আমাদের দীপিকা পাড়ুকন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে পিছনে ফেলে দিয়েছেন সর্বাধিক পছন্দের মহিলা হিসেবে।

বাড়ছে মোদির জনপ্রিয়তা

এই বিপুল কর্মকান্ডে বিশ্বের ৪১টি দেশের ৪২ হাজার মানুষের অনলাইন ইন্টারভিউ-এর উপর ভিত্তি করে ফর্ম YOUGOV পুরুষ এবং মহিলাদের ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছর তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছেন। গত বছর তিনি ছিলেন আট নম্বরে। অমিতাভ এই বছরে তিন ধাপ নীচে নেমে গেছেন। তবে শাহরুখ এবং সলমান এই বছরে তালিকায় জায়গা পেয়েছেন।

তালিকায় ভারতীয় মহিলাদের স্থান কোথায়

টপ-২০ তালিকায় দীপিকা পাড়ুকনের স্থানের কোনও পরিবর্তন হয়নি। গত বছরও তিনি ১৩ নম্বর স্থানেই ছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া দুই ধাপ হড়কে দীপিকার নীচে চলে গেছেন। ঐশ্বর্য রাই পাঁচ ধাপ নীচে চলে গেছেন। সুশ্মিতা সেন অবশ্য এই বছর তালিকায় জায়গা পেয়েছেন।

Published on: জুলা ১৯, ২০১৯ @ ২১:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =