বাংলায় ৪২টি আসনে কবে কবে কোথায় ভোট জেনে নিন

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৬, ২০২৪ at ২০:০১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। সারা দেশে ৫৪৩টি আসনে মোট সাত দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া হবে। আমাদের পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এ রাজ্যে মোট ৪২টি লোকসভা আসনে ১৯ এপ্রিল শুরু হবে প্রথম দফার ভোট। চলবে ১ জুন একেবারে সাত দফা অর্থাৎ শেষ ভোট গ্রহণ প্রক্রিয়া চলা পর্যন্ত।

  • প্রথম দফায় ১৯ এপ্রিল শুক্রবার ভোট হবে মোট তিনটি লোকসভা কেন্দ্রে-কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি।
  • দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল শুক্রবার ভোট হবে তিনটি লোকসভা কেন্দ্রে- দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট।
  • তৃতীয় দফায় ৭ মে মঙ্গলবার ভোট হবে মোট চারটি লোকসভা আসনে- মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গীপুর ও মুর্শিদাবাদ।
  • চতুর্থ দফায় ১৩ মে সোমবার ভোট হবে মোট আটটি আসনে- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম।
  • পঞ্চম দফায় ২০ মে সোমবার ভোট হবে মোট সাতটি লোকসভা আসনে- বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরাম্বাগ।
  • ষষ্ঠ দফায় ২৫ মে শনিবার ভোট হবে মোট আটটি আসনে- তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়্গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর।
  • সপ্তম দফায় ১ জুন মোট ৯টি আসনে ভোট গ্রহণ হবে। এগুলি হল- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরা, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।

ভোটের নির্ঘণ্ট লক্ষ্য করলে দেখা যাবে যে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে প্রথম তিন দফায়। বাকি দক্ষিণবঙ্গের ৩৪টি আসনে ভোট হবে মোট পাঁচ দফায়।

ভোটের ফলাফল প্রকাশ হবে ৪ জুন।

Published on: মার্চ ১৬, ২০২৪ at ২০:০১


শেয়ার করুন