বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনী মহড়া: ৯৬.৮ কোটি ভোটার, ১০.৫ লাখ ভোটকেন্দ্র

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৭, ২০২৪ at ১৬:৪৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: ভারতের লোকসভা নির্বাচন হল সবচেয়ে বড় নির্বাচনী মহড়া। সারা দেশে মোট ৫৪৩টি আসনে ভোটগ্রহণে ৯৬.৮ কোটি ভোটার এবং ১০.৫ লাখ ভোটকেন্দ্র যুক্ত হতে চলেছে। 55 লক্ষেরও বেশি ইভিএম মোতায়েন করা হবে। জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই নির্বাচনকে হিংসা মুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন। সব স্তরের ভোটার যাতে এই প্রক্রিয়ায় শামিল হন তার জন্য সব্রকমের প্রয়াস নিয়েছে কমিশন। এরই মধ্যে এবার ৮৬ বছরের ঊর্ধ্বে থাকা ভোটারদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার তাদের বাড়িতেই পৌঁছে যাবে ভোটকর্মীরা। বাড়ি থেকেই সেই অশীতিপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা নিজের ভোট দিতে পারবেন।

2022-23 নির্বাচনী চক্রে, পাঁচ বছর আগের তুলনায় 11 টি রাজ্যে নগদ বাজেয়াপ্তের পরিমাণ 800% বেড়ে 3,400 কোটি টাকা হয়েছে। এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে অবৈধ অর্থ, মদ, মাদক এবং বিনামূল্যের বিরুদ্ধে ক্র্যাকডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে, বিঘ্নকারী পদ্ধতির বিরুদ্ধে সতর্ক থাকতে বলা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন- নির্বাচনে হিংসার কোনও স্থান নেই। হিংসা রুওখতে নির্বাচন কমিশোন সর্বোতভাবে সচেষ্ট থাকবে। এজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় একজন করে সিনিয়র অফিসার রেখে কন্ট্রোল রুম খোলার নির্দেশও দিয়েছে কমিশন।  সচেতনতা বাড়াতে টিভি, সোশাল মিডিয়া, ওয়েব কাস্ট, গ্রিভেন্স পোর্টাল থাকছে। যেখানে যেমন অভিযোগ আসবে সেই মতো তদন্ত শুরু হবে। সমস্ত আন্তর্জাতিক বর্ডারে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে। কোনওরকম ব্যক্তিগত আক্রমণ নির্বাচন কমিশন বরদাস্ত করবে না।

এবার নির্বাচন কমিশন ৫৩৭টি আন-রেজিস্টার্ড রাজনৈতিক দলকে চিহ্নিত করেছে। এর মধ্যে ২৮৪টি তালিকাভুক্ত এবং ২৫৩টি নিষ্ক্রিয় রয়েছে।

ভোটদানে ভোটারদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে কমিশন। এজন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আলো, বাতাস, হাওয়া, বাথ্রুম, জল, শেড, হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হচ্ছে। এমনকি, ভোটকর্মীরা হেলিকপ্টার, হাতি সহ সব রকমের সাহায্য নিয়ে জল, পাহাড়, জঙ্গল পেরিয়ে ভবোটকেন্দ্রে পৌঁছবে।

জাতীয় নির্বাচন কমিশন ১৮তম লোকসভা নির্বাচন ২০২৪-এ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি-

  • মোট ভোটার- ৯৬.৮ কোটি
  • পুরুষ ভোটার-৪৯.৭কোটি
  • মহিলা ভোটার- ৪৭.১ কোটি
  • ৮৫ বছরের ঊর্ধ্বে- ৮২ লাখ
  • প্রতিবন্ধী – ৮৮.৪ লাখ
  • প্রথম বার ভোট দেবে- ১.৮ কোটি
  • সেবা নির্বাচক- ১৯.১ লাখ
  • ট্রান্সজেন্ডার- ৪৮ হাজার
  • তরুণ ভোটার (২০-২৯ বছর)-১৯.৭৪ কোটি
  • শতবর্ষী- ২.১৮ লাখ
  • ভোটকেন্দ্র- ১০.৫ লাখ
  • ভোটলর্মী ও নিরাপত্তা কর্মী- ১.৫ কোটি
  • ইভিএম- ৫৫ লাখ
  • যানবাহন- ৪ লাখ

Published on: মার্চ ১৭, ২০২৪ at ১৬:৪৬


শেয়ার করুন