মাঝেরহাটের পর এবার ফাঁসিদেওয়ায় ভেঙে পড়ল ব্রিজ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ১১:২৭

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ এখনও মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার ক্ষত শুকোয়নি। তা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শুক্রবার সকালে ব্রিজ যখন ভেঙে পড়ে তখন তার উপর একটি ত্রাক ছিল। সেই ট্রাক শুদ্ধ ব্রিজটি মাঝ বরাবর ভেঙে পড়ে। ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছেছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। স্থানীয় বাসিন্দারা ঘটস্থলে ভিড় জমিয়েছে। গত বুধবার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল।

এদিন ফাঁসিদেওয়াতে ভেঙে পড়া ব্রিজটিতে ট্রাকটি আটকে আছে। চালক নেমে আসেন চালক। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, “এই ব্রিজটির কোনও কাগজ পাওয়া যায়নি। এজন্য পূর্ত দফতর সমস্ত কাগজপত্র নতুন করে তৈরি করছে। উত্তরবঙ্গ জুড়ে এখন সমস্ত রুগ্নপ্রায় ব্রিজগুলি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।”

এই ঘটনার পর ফাঁসিদেওয়ায় ভেঙে পড়া ক্যানেল ব্রিজ দেখতে যান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। ভেঙে পড়ার প্রকৃত কারণ জানতে দার্জিলিং পুলিশ ফরেন্সিক টিমকে ডেকে পাঠিয়েছে।

জানা গেছে, ফাঁসিদেওয়া ব্লকের পিছলা নদীর ওপর দুটি গ্রামের সহজে যাতায়াতের জন্য ১৯৯৯ সালে ব্রিজটি তৈরি করা হয়। মুলত ব্রিজটি জয়েস প্রকৃতির। নীচে লোহার একটি খুঁটি লাগিয়ে ব্রিজটিকে সাপোর্ট দেওয়া ছিল। হাল্কা গাড়ির যাতায়াতে বাধা না থাকলেও মালবাহী ভারি গাড়ির যাতায়াত বিপজ্জনক ছিল। তা সত্বেও গ্রামে মিশন বাংলার কাজের জন্য ইট নিয়ে একটি ট্রাক ব্রিজের ওপর দিয়ে এপ্রান্ত থেকে ওপারে যাচ্ছিল। আর সেই সময়ই ভেঙে পরে ব্রিজটি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন মাঝের রডটি রক্ষনাবেক্ষন না হওয়ার ফলে তাতে মরচে ধরে যায়। আর তার ফলেই ভারী গাড়ি যাওয়ায় সেই ভার বহন করতে না পেরে ব্রিজটি ভেঙে পড়ে।

 Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ১১:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61 − 54 =