গঙ্গাসাগর মেলায় ইসকনের ছ’দিনের সেবা শিবির, বিনামূল্যে প্রসাদ,গীতা,বস্ত্র বিতরণ

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১২, ২০২৫ at ১১:৩৯

এসপিটি নিউজ, কলকাতা, ১২ জানুয়ারি: প্রতি বছরের ন্যায় এবছরও মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগর মেলায়,ইসকন গঙ্গাসাগর শাখা কেন্দ্র দ্বারা (গঙ্গাসাগর মেলার ৫ নম্বর রাস্তায় হ্যালিপ্যাড ও কে-২ বাস স্ট্যান্ডের নিকটে) তীর্থ যাত্রীদের জন্য সেবা শিবির তৈরি করা হয়েছে।এই সেবা শিবির ২০ বছরে পদার্পণ করল। এই শিবির ১১ জানুয়ারি শনিবার ২০২৫ থেকে ১৬ জানুয়ারি  বৃহস্পতিবার ২০২৫ পর্যন্ত,এই ৬ দিন ব্যাপী চলবে । এবছর লক্ষাধিক  তীর্থযাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে (পেট ভরে) প্রসাদ বিতরণ করা হবে, চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ (কম্বল),গীতা ও ধর্মীয় পুস্তক বিতরণ ইত্যাদি পরিষেবা দেওয়া হবে। এছাড়াও ৬০০ স্বেচ্ছাসেবক এই সেবা শিবিরে নিরলসভাবে দিবা-রাত্র সেবায় নিযুক্ত থাকবেন। অস্থায়ী রাত্রিকালীন বাসস্থান (Night Shelter) দেওয়া হবে।

ইসকন, শ্রীমায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, “বিশ্বশান্তি,সংহতি ও বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরনের জন্য ১০  জানুয়ারি সমুদ্র সৈকতে আন্তর্জাতিক ভক্তবৃন্দের দ্বারা (২টো থেকে ৫টা পর্যন্ত)বিশেষ হরিনাম  সংকীর্তন অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি শনিবার সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত ইসকন গঙ্গাসাগর মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে  ও বিকেল ৩ টে থেকে ৭ টা পর্যন্ত সমুদ্র সৈকতে মহা হরিনাম ও নগর সংকীর্তনের আয়োজন করা হয়।“

তিনি আরও জানিয়েছেন- “ বিশ্ব শান্তির প্রচার এবং ভারতীয় বৈদিক সংস্কৃতি ২১ টি দেশের ৮০ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারীর আনন্দময় বৈদিক নৃত্য এবং আধ্যাত্মিক সাংস্কৃতিক পরিবেশনায় মহাতীর্থ গঙ্গাসাগর পরিনত হবে মিলন মেলায়।গঙ্গাসাগর মেলার সাফল্য ও আগত তীর্থযাত্রীদের মঙ্গল কামনায় ইসকন গঙ্গাসাগর মন্দিরে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করা হবে ১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ এই ৪ দিন ধরে বিকেল ৪ থেকে ৫ টা পর্যন্ত এই যজ্ঞ অনুষ্ঠান চলবে। আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধকে বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের জন্য আমাদের এই মহান উদ্যোগ।“

সব তীর্থ বার বার,গঙ্গাসাগর একবার।আসুন,মহাতীর্থ গঙ্গাসাগর সঙ্গমে মহা সন্ধিক্ষণে মকর সংক্রান্তির পূণ্য লগ্নে অবগাহন করে আমাদের মানব জীবনকে ধন্য করি। আহ্বান ইসকনের।

Published on: জানু ১২, ২০২৫ at ১১:৩৯


শেয়ার করুন