‘পাশবিক হত্যালীলা’ চালিয়ে চীন বলছে -‘তারা দোষী নয়’, প্রতিরক্ষামন্ত্রী্র মুখে বীর শহীদদের সাহসের প্রশংসা

Main দেশ প্রতিরক্ষা
শেয়ার করুন

চীনের পিপলস লিবারেশন অব আর্মি ভারতীয় সেনাদের মুখোমুখি হয়ে তাদের – “ভারতের জাতীয়তাবাদী বাঘ” বলে উত্যক্ত করা শুরু করে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন- “আমরা সকলে ভারতের সাহসী বাহিনীর সাহসিকতা ও সাহসের জন্য গর্বিত।”
Published on: জুন ১৭, ২০২০ @ ১৬:১৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, ১৭ জুন:  কত ভয়ানক নৃশংসভাবে ভারতীয় সেনাদের হত্যা করেছে চীনা সৈনিকরা। তা ভাবলে শিউরে উঠতে হয়। এভাবে একসঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের হত্যা করে চীন এখন এমন এক ভাব দেখাতে শুরু করেছে যেন এসবের জন্য ভারতীয় সেনারাই দায়ী। তারাই প্রথম শুরু করে। কিন্তু আসল গল্প অন্য।যা শুনলে যে কোনও ভারতীয়ের পাকিস্তানের মতো চীনের প্রতিও ঘৃণা তৈরি হতে শুরু করে দেবে। মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত এমনই এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়েছে । যেখানে চীনের পিপলস লিবারেশন অব আর্মি ভারতীয় সেনাদের মুখোমুখি হয়ে তাদের – “ভারতের জাতীয়তাবাদী বাঘ” বলে উত্যক্ত করা শুরু করে।সূত্র সংবাদ সংস্থা এএনআই।

উস্কানিমূলক কথা বলে চীনের সেনারা

কোনও বিদেশি শত্রুর মুখ দিয়ে এই কথা শোনার পর কোনও ভারতীয় কী চুপ করে থাকতে পারে? ভারতের ওই বীর জওয়ানরাও চুপ করে থাকতে পারেনি। তারা প্রতিবাদ করে। চীনা সেনাদের উদ্দেশ্যে বলে- “তোমরা এধরনের কথা বলা বন্ধ কর।” কিন্তু তবু তারা কোনও কথা শনেনি। সমানে এই কথা চিৎকার করে বলতে থাকে। এই সময় শুরু হয় তর্কাতর্কি। তা থেকেই শুরু হয়ে যায় হাতাহাতি। সেই সময় চীনা সেনারা সমস্ত নিয়ম লঙ্ঘন করে হাতের নখ, ঘুসি, পাথর, এমনকী বাশের আগায় তারের ফলা পেঁচিয়ে নিয়ে ভারতীয় সেনাদের মারতে শুরু করে।পাশবিকভাবে মারের ফলে সেখানেই লুটিয়ে পড়ে ২০জন ভারতীয় সেনা জওয়ান।

বিবৃতি দিয়ে দায় এড়াচ্ছে চীন

এরপর এখন পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় চীনের পক্ষ থেকে বলা শুরু হয়েছে দোষ চীনের নয়। ভারতের সেনারা নিয়ম লঙ্ঘন করে। তাই এমনটা হয়েছে। কী বলেছে চীনের পক্ষ থেকে শুনে নেওয়া যাক। চীনা পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র ঝাও লিজিয়ান আজ বেশ কিছু বিবৃতি দিয়ে সাফাই গাইতে শুরু করে।

বিবৃতি ১-  চীনের পক্ষ থেকে, আমরা আর সংঘর্ষ দেখতে চাই না। অর্থাৎ

বিবৃতি ২- কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে আমরা যোগাযোগ করছি। এর সঠিক এবং ভুলটি খুব স্পষ্ট … এই ঘটনাটি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল-র চীনা পক্ষেই ঘটেছে এবং চীন এর জন্য দোষী নয়।

বিবৃতি ৩- আমরা ভারতকে তার সম্মুখ বাহিনীকে কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ করতে, একযোগে লঙ্ঘন ও উস্কানিমূলক কার্যকলাপ বন্ধ করতে, চীনের সাথে কাজ করার এবং সংলাপ ও আলাপের মাধ্যমে পার্থক্য নিরসনের সঠিক পথে ফিরে আসতে বলেছি।

বিবৃতি ৪- গ্যালওয়ান উপত্যকা অঞ্চলটির সার্বভৌমত্ব সবসময়ই চীনের অন্তর্ভুক্ত। সীমান্ত সম্পর্কিত ইস্যুতে আমাদের সীমান্ত প্রোটোকলগুলি এবং আমাদের কমান্ডার পর্যায়ের আলোচনার বিষয়টি ভারতীয় সীমান্ত সেনারা উল্টাপাল্টা ও মারাত্মকভাবে লঙ্ঘন করেছে।

ভারতীয় সেনাদের সাহসকে সম্মান জানালেন প্রতিরক্ষামন্ত্রী

চীনের ওই সরকারি মুখপাত্র যেসব কথা বলে ভারতকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে তাকে কোনওভাবেই যে আমাদের দেশের সরকার আমল দিচ্ছে না সেটা কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর কথাতেই পরিষ্কার হয়ে গেছে। ভারতের বীর সেনারা যে এতটুকু দোষ কিংবা অন্যায় করেননি তা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে গেছে। উলটে প্রতিরক্ষামন্ত্রী বীর শহীদদের প্রশংসামূলক সার্টিফিকেট দিয়েছেন।

তিনি বলেছেন- “দেশ তাদের সাহস ও ত্যাগকে কখনই ভুলতে পারবে না। আমার হৃদয় ওই বীর সৈন্যদের পরিবারগুলির দিকে রইল। এই কঠিন সময়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে গোটা দেশ। আমরা সকলে ভারতের সাহসী বাহিনীর সাহসিকতা ও সাহসের জন্য গর্বিত।”

“গালওয়ানে সৈন্যদের ক্ষয়ক্ষতি গভীরভাবে বিরক্তিকর এবং বেদনাদায়ক। আমাদের সৈন্যরা দায়িত্বের ধারায় অনুকরণীয় সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছিল এবং ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্যে তাদের জীবন উৎসর্গ করেছে।”

Published on: জুন ১৭, ২০২০ @ ১৬:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 − 59 =