আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হল পর্যটন মন্ত্রকের উদ্যোগে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২১, ২০২৩ @ ২১:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ২১ জুন: কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস। পর্যটন মন্ত্রকের পূর্ব আঞ্চলিক কলকাতা ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যৌথভাবে এই দিনটি উদযাপন করেছে। এই অনুষ্ঠানে রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস উপস্থিত ছিলেন। “বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ” প্রচারের লক্ষ্যে এই অনুষ্ঠান এক বিশেষ মাত্রা পায়।

এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম -“এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত” যা আমাদের ঐক্যবদ্ধ উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এদিন এই যোগ সেশনের নেতৃত্ব দেন পরামর্শদাতা মেরি সেসিল। এই যোগ সেশনে পশ্চিমবঙ্গের ২৫০টিরও বেশি স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০০-ও বেশি ছাত্রছাত্রী ও শিক্ষক যোগ দেন।

এদিন সকাল ৬টা ৪৫ মিনিটে এই যোগ সেশন শুরু হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে উদযাপিত যোগ দিবসে উল্লেখযোগ্য মাত্রা বাড়িয়েছে।

ভারত সরকার মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য মানবতার উপর যোগের কল্যাণকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে ভারত জুড়ে গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণগুলিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার অন্যতম পর্যটনের আকর্ষণ, এই আইকনিক ভেন্যুতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অবশ্যই দর্শনার্থী এবং নাগরিকদের তাদের জীবন এবং জীবনধারায় যোগ গ্রহণ করতে উত্সাহিত করেছে৷

 

Published on: জুন ২১, ২০২৩ @ ২১:০৯


শেয়ার করুন