বিটিএম: ২৩, ২৪ ও ২৫ জুন কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হতে চলেছে অভিনব পর্যটন প্রদর্শনী উৎসব

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২১, ২০২৩ @ ২৩:৫৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২১ জুন: আবারও কলকাতায় অনুষ্ঠীত হতে চলেছে পর্যটনের এক অভিনব প্রদর্শনী। যাকে ঘিরে ইতিমধ্যেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেজে উঠেছে পর্যটনের আঙ্গিকে। এই মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখে পর্যটন প্রদর্শনী উৎসব আয়োজিত হতে চলেছে। নাম দেওয়া হয়েছে “দ্য বেঙ্গল ট্যুরিজম মার্ট”। দ্য ট্যুরিজম শেল্টারের উদ্যোগে ট্রাভেল এজেন্টস হোটেলিয়ার্স এন্ড ট্রাভেলার্স বা টিএএইচএটি-র সহযোগিতায় এই পর্যটন প্রদর্শনী উৎসবের শুভারম্ভ হতে চলেছে। থাকছে নানা আকর্ষণ।

বেঙ্গল ট্যুরিজম মার্ট সম্পর্কে জানালেন সুপ্রতীম সিনহা

বিটিএম-এর পক্ষে সুপ্রতীম সিনহা জানিয়েছেন, ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য কলকাতায় এক অভিনব পর্যটন প্রদর্শনী উৎসবের আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে “দ্য বেঙ্গল ট্যুরিজম মার্ট”। এখানে থাকছে পর্যটনের বিপুল সম্ভার। এবং হস্তশিল্পের প্রদর্শণী। এছাড়াও থাকছে খাবের রকমারী স্টল। তবে এসবকে ছাপিয়ে পর্যটন উৎসবে যোগদানকারীদের জন্য থাকছে লাকি ড্র, ফ্রি গিফট এবং ডিসকাউন্ট কুপন।পর্যটন প্রদর্শনী উৎসব শুরু হবে ২৩ জুন ২০২৩ শুক্রবার। শেষ হবে ২৫ জুন ২০২৩ রবিবার। এখানে প্রবেশ অবাধ। বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত এই পর্যটন প্রদর্শনী উৎসব দেখা যাবে।

‘তাহাত’ সম্পর্কে

“তাহাত” অর্থাৎ ট্রাভেল এজেন্টস হোটেলিয়ার্স এন্ড ট্রাভেলার্স (টিএএইচএটি)-র সহযোগিতায় এই বেঙ্গল ট্যুরিজম মার্ট-এর আয়োজন করে দ্য ট্যুরিজম শেল্টার। এটি ২৮তম এডিশন। তবে এটি সপ্তম বছরে পড়ছে। ‘তাহাত’ হল ট্রাভেল এজেন্টস হোটেলিয়ার্সদের একটি সংগঠন। এর বয়স ৬৭ বছর।এবার নিয়ে মোট সাত বছর কলকাতায় এই অভিনব পর্যটন প্রদর্শনী উৎসব আয়োজিত হয়ে আসছে।

পর্যটন প্রদর্শনীতে কি কি থাকছে

এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত বেঙ্গল ট্যুরিজম মার্ট-এ ৭০টিরও বেশি স্টল থাকছে। যেখানে দেশ-বিদেশের পর্যটন সংস্থা ছাড়াও থাকছে হোটেলিয়ার্সদের নানা অফার। এখানে সরকারি ও বেসরকারি হোটেল বুলিং ছাড়াও নতুন নতুন জায়গায় বেড়ানোর সুলুক সন্ধান। পাশাপাশি লটারির মাধ্যমে বিনামূল্যে ভ্রমণের সুযোগ, পর্যটন ও হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। সেই সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সুখাদ্যের স্টল।

সরকারি পর্যটন সংস্থা

এই পর্যটন প্রদর্শনী উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেসমস্ত সরকারি পর্যটন সংস্থা তারা হল- কেরালা, পুডুচেরী, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, ত্রিপুরা, মেঘালয়, জম্ম ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ।

দেশের অন্যান্য জায়গায় কবে কোথায়

সুপ্রতীম সিনহা জানিয়েছেন- ট্যুরিজম শেল্টার সারা দেশজুড়েই ট্রাভেল মার্ট আয়োজন করে থাকে। এরপর যে জায়গাগুলিতে ট্রাভেল মার্ট হতে চলছে তা হল- গুজরাটে সুরাট ট্রাভেল মার্ট হবে ২৬, ২৭ ও ২৮ আগস্ট ২০২৩। রাজস্থানে জয়পুর ট্রাভেল মার্ট হতে চলেছে আগামী ১, ২ ও ৩ অক্টোব ২০২৩। আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর ২০২৩ –এ মহারাষ্ট্রের নাগপুরে হতে চলেছে নাগপুর ট্রাভেল মার্ট। উত্তরপ্রদেশের বারানসিতে আগামী ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর হতে চলেছে বারানসী ট্রাভেল মার্ট। অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৪ এ হতে চলেছে ভাইজ্যাক ট্রাভেল মার্ট। ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৪ এ পুডুচেরীতে হতে চলছে পুডুচেরী ট্রাভেল মার্ট। সবশেষে ১৫, ১৬ ও ১৭ মার্চ ২০২৪ এ গোয়া ট্যুরিজম কার্নিভাল হতে চলেছে।

Published on: জুন ২১, ২০২৩ @ ২৩:৫৩


শেয়ার করুন