মোদিকে ভাগাতেই হবে- ধরনা প্রত্যাহারের মুহূর্তে হুঙ্কার মমতার

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০১৯ @ ২২:৪৬

এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারিঃ তিনদিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় ধরনা প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন ধরনা প্রত্যাহারের সময় সেখানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। মূলতঃ বিরোধী জোটের সিদ্ধান্তেই ধরনা প্রত্যাহার করা হয়েছে।রবিবার রাতে যখন সিবিআই ২০ জনের দল নিয়ে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে হাজির হয় তখন তা নিয়ে সিবিআই-পুলিশের মধ্যে রেষারেষি হয়। এক প্রতিষ্ঠানের উপর আর এক প্রতিষ্ঠানের এমন আচরন তিনি মেনে নিতে পারেননি। আর সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রতিষ্ঠানের উপর আঘাত এই অভিযোগ করে ধরনা শুরু করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন ধরনা প্রত্যাহার করার আগে বলেন-” মোদিকে ভাগাতে হবে। দেশ বাঁচাতে হবে। এই ধরনা আপাতত প্রত্যাহার করা হচ্ছে। তবে এবার তা দিল্লিতে নিয়ে যাওয়া হবে। আগামি ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি দিল্লিতে এবার ধরনা হবে। সেখানে হাজির থাকবে দেশের সমস্ত বিরোধী দলগুলি। দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে আমাদের এই লড়াই চলতেই থাকবে যতক্ষন পর্যন্ত আমরা মোদিকে না হঠাতে পারছি আমাদের লড়াই অব্যাহত থাকবে।

মমতা এদিন বলেন-” এই ধরনা আমাদের সংবিধান ও গণতন্ত্রের জয়। আমরা যেদিন থেকে ধরনা শুরু করেছিলাম সেদিন সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেই শুরু করেছিলাম। সকলেই এই আন্দোলননে পাশে ছিলেন। আজ তাদের সকলের সিদ্ধান্ত অনুযায়ী ধরনা প্রত্যাহার করা হল।”

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন-” মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ভূমিকা পালন করেছেন। আমরা সকলে তাঁকে অভিবাদন জানাচ্ছি। দেশে আজ গণতন্ত্র বিপন্ন। চলছে একনায়কতন্ত্র।দেশে শুধু মোদি থাকবে আর কেউ থাকবে না-এমনটাই চলতে পারে না।এর সমাপ্তি ঘটাতেই হবে। মোদিকে হঠাতেই হবে। দেশকে বাঁচাতেই হবে।”

Published on: ফেব্রু ৫, ২০১৯ @ ২২:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 33 = 37