অযোধ্যার আগেই কলকাতায় রামমন্দিরের উদ্বোধন, কলকাতাবাসীকে শুভেচ্ছা অমিত শাহের

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১৬, ২০২৩ at ২২:০১

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ অক্টোবর: মহালয়ার আগে থেকেই কলকাতায় দুর্গা পুজোর উৎসব শুরু হয়ে গিয়েছে। আজ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মন্ডপ হয়েছে অযোধ্যায় রামমন্দিরের আদলে। জানুয়ারি মাসে রামজন্মভূমিতে রামমন্দিরের শুভ উদ্বোধন হওয়ার কথা। কিন্তু তারা আগেই কলকাতায় রামমন্দিরের উদ্বোধন হয়ে গেল। দুর্গা পুজোর মণ্ডপের মাধ্যমে। এজন্য কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন কলকাতা বিমানন্দর থেকে সোজা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে চলে আসেন অমিত শাহ। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তারা কলকাতায় দুর্গা পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিকে স্বাগত জানান।

এদিন সন্দতোষ মিত্র স্কোয়ারের পুজোর মুখ্য আয়োজক বিজেপির কাউন্সিলর সজল ঘোষ বলেন- এই পুজো এবার ৮৮ বছরে পড়ল। তিনি এই পুজোর অঈটিহ্যের কথাও তুলে ধরেন। সেই সঙ্গে পুজো মন্ডপ রামমন্দিরের আদলে তৈরি করার কথাও বলেন।

এদিন বক্তব্যের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন- “আমি আজ সকালে গুজরাত থেকে বেরিয়ে ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গে এসেছি। শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য। এই ন’দিন গোটা বাংলা মায়ের আরাধনায় লীন হয়। গোটা দেশ নবরাত্রিতে আলাদা আলাদা ভাবে মায়ের আরাধনা করে। গুজরাতে মন্ডপ সাজিয়ে মায়ের ভক্তিগান করে। পূর্ব ভারতে দুর্গা পুজোর প্যান্ডেল করে মায়ের আরাধনা করে। উত্তর ভারতেও অনেক বিধি-বিধান অনুসারে শক্তির আরাধনা করে থাকে।”

“আজ আমি এখানে কোনও রাজনীতির কথা বলতে আসিনি। আমি পশ্চিমবঙ্গে ফের আসব। রাজনীতির কথাও বলব এবং এখানে পরিবর্তন আনতে জোরও লাগাব। কিন্তু আজ যে রামমন্দির অযোধ্যায় তৈরি হতে চলেছে, জানুয়ারিতে তার উদ্বোধনের আগেই উত্তর কলকাতার প্যান্ডেলে রাম মন্দিরের উদ্বোধন কলকাতাবাসী করে দিয়েছে। এজন্য তাদের শুভেচ্ছা জানাই।” যোগ করেন অমিত শাহ।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় দুর্গা পুজোর মন্ডপ রামমন্দিরের অনুরূপ হওয়ায় খুশি হন।তিনি বলেন-  কলকাতার এই প্যান্ডেল রাম জন্মভূমিতে মন্দির হওয়ার আগেই আজ সমগ্র বিশ্বে রাম মন্দিরের বার্তা পৌঁছে দিল। এজন্য আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জানাই।

একই সঙ্গে তিনি বলেন- আজ আমি মায়ের সামনে গিয়ে সমগ্র বাংলার মানুষের জন্য দেশবাসীর জন্য সুখ-সমৃদ্ধি-শান্তির প্রার্থণাও করব। বাংলায় দুর্নীতি, অন্যায়, অত্যাচার অতি সত্ত্বর শেষ হোক এই শক্তি মা দিক, এই প্রার্থণাও করি।

Published on: অক্টো ১৬, ২০২৩ at ২২:০১


শেয়ার করুন