দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড, সঙ্গে দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ পকেটে পুরল রোহিত

খেলা দেশ
শেয়ার করুন

ভারত-২৬৯/৫

শ্রীলঙ্কা-১৭২/১০

ম্যান অব দ্য ম্যাচ- রোহিত শর্মা

 

এসপিটি স্পোর্টস ডেস্কঃ রেকর্ড গড়ে অধিনায়ক হিসেবে এবার টি-টোয়েন্টি সিরিজও জিতে নিলেন রোহিত শর্মা। ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন এবার রোহিতও। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে একি রেকর্ডের মুকুট পড়লেন রোহিত শর্মাও। এদিন রোহিতের ব্যাট থেকে বেরোল আগুনের ঝল্ক। যে ঝলকে একেবারে পুড়ে খাক হয়ে গেল শ্রীলঙ্কা। একই সঙ্গে টেস্ট, ওয়ান-দে-র পর এবার ট-টোয়েন্টি সিরিজও কোয়াল তারা। তিন ম্যাচের সিরিজে ২-০ পিছিয়ে আজই পরাজয় স্বীকার করে নিতে হল তাদের। এখন শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল।

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ডের মতো একইভাবে, আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয়বারের মতো মাত্র ৩৫ বল খেলে দ্রুততম সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ডাবল-সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক রোহিতের নেতৃত্বে আরও একটি দুর্দান্ত ইনিংস তৈরি করে ভারত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ২60 রানের বিশাল ইনিংস উপহার দিল।যা তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা ১৭২ রানেই অল আউট হয়ে গেল।

এদিন রোহিত ১০টি ছক্কা এবং ১২ টি চারের সাহায্যে ৪৩ বলে ১১৮ রান করেন। ওপেনিং ব্যাটস্ম্যান হিসেবে রোহিত ও রাহুলের ১৬৫ রানের ইনিংসটি এখনও পর্যন্ত ভারতের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস হয়ে থাকল। বলা যেতে পারে এটাও একটা রেকর্ড।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

54 + = 56