দেশের প্রথম IIT ইঞ্জিনিয়র মনোহর পারিকরঃ স্কুটার চালিয়ে যেতেন বিধানসভায়

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৮, ২০১৯ @ ১০:৪৯

এসপিটি নিউজ ডেস্কঃ রবিবারই প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন, সদা-সরল, স্পষ্টবাদী, ন্যায়পরায়ন, শৃঙ্খলাপরায়ন, দেশের প্রথম একমাত্র আইআইটি ইঞ্জিনিয়ার মুখ্যমন্ত্রী। যাঁকে এক কথায় রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়া জগৎ, ফিল্ম জগৎ, সাংস্কৃতি জগতের দিকপালরা মাথা নত করে শ্রদ্ধা জানিয়েছেন। মাত্র ৬৩ বছর বয়সে তিনি চলে গেলেন ঠিকই কিন্তু রেখে দিয়ে গেলেন তাঁর অনন্য কীর্তি। যাকে সামনে রেখে আগামী প্রজন্মের রাজনীতিবিদরা মনে করবেন যে আমাদের দেশে একজন আইআইটি ইঞ্জিনিয়ারও রাজনীতির চরম শিখরে পৌঁছেও অত্যন্ত সাদামাটা জীবন-যাপন করার শৃঙ্খলা দেখিয়েছেন।

পারিকরের সরলতা ও পরিচ্ছন্নতা বিরোধীদেরও প্রশংসা কুড়িয়েছে

১) তিনিই প্রথম আইআইটি ইঞ্জিনিয়র যিনি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। পারিকরের সরলতা এবং পরিচ্ছন্নতা বিরোধীদের প্রশংসা আদায় করে নিয়েছে। মুখ্যমন্ত্রী থাকার সময়েও তাঁকে গোয়ার রাস্তায় স্কুটার চালিয়ে যেতে দেখেছেন সাধারণ মানুষ। ২০০১ সালে পারিকরকে আইআইটি বম্বে দ্বারা অ্যালুমনি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল।

২) মনোহর গোপালকৃষ্ণ পারিকরের জন্ম গোয়ার মাপুসায় ১৯৫৫সালের ১৩ই ডিসেম্বর। পারিকর স্কুলের পড়াশুনো চালানোর সময় থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তিনি ১৯৭৮ সালে আইআইটি বম্বের মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। এরপর ২৬ বছর বয়সে মাপুসার সঙ্ঘ নেতা হন। ১৯৮৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন। এই সময়ে তিনি রাম জন্মভূমি আন্দোলনের নেতৃত্বেও অংশ নিয়েছিলেন।

হাওয়াই চপ্পল আর হাফ শার্ট পরেই হাজির হয়ে যেতেন

১) দেশে একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন পারিকর যিনি নিজে স্কুটার চালিয়ে বিধানসভা যেতেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী থাকার সময়েও তিনি প্লেনে ইকোনমি ক্লাসেই সফর করেছেন। পারিকরের ইমেজ দেশের কাছে এক বড় দিক হয়ে উঠেছে। কোনওরকম দুর্নীতিতে তাঁর নাম জড়ায়নি। কেউ বিশেষ করে দেশের একজন বিরোধী নেতাও কিন্তু তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেননি। কারণ তিনি ছিলেন প্রকৃতই স্বচ্ছ্ব।তাঁর এই ভাব মূর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুডলিস্টে উঠে গেছে। তাঁর সরলতা এতটাই ছিল যে একাধিক সম্মেলনে তিনি একটা হাওয়াই চপ্পল আর হাফ শার্ট পরেই সেখানে হাজির হয়ে যেতেন।

“গুজরাট দাঙ্গা মোদির জীবনে একটা দাগ ছিল বলেন”

১) ২০১৩ সালে একট সাক্ষাৎকারে পারিকর জানান যে, গুজরাটের দাঙ্গা মোদির কর্মজীবনে একটা দাগ ছিল। তিনি বলেন, তিনি যদি মুখ্যমন্ত্রী হন তবে তিনি নিশ্চিত হবেন যে এই ধরনের ঘটনা সেখানে ছিল না। যাইহোক, পারিকর আরও বলেন যে মোদি ব্যক্তিগতভাবে ওই ঘটনায় জড়িত ছিলেন না এবং তদন্তে সেটা পরিষ্কারও হয়ে গেছে। তবে, নরেন্দ্র মোদি পারিকরের প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষমতা সম্পর্কে জ্ঞাত ছিলেন। এ কারণেই প্রধানমন্ত্রী ২০১৪ সালে পারিকরকে তাঁর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তারা ২০১৭ সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। ২০১৪ সালে পা্রিকর প্রতিরক্ষা মন্ত্রী হয়ে যাওয়ার পর লক্ষ্মিকান্ত পার্সেকরকে গোয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

অসুস্থতা সত্ত্বেও কাজ

১) পারিকরের প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার ছিল। গত বছর থেকে, তিনি গোয়া, মুম্বাই, আমেরিকা ও দিল্লি এইমস-এ চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। এর পরেও, তিনি এই বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেন এবং ৩০শে জানুয়ারি বাজেট উপস্থাপন করেন। পরদিন তিনি চিকিৎসার জন্য দিল্লি এইমএস যান এবং ৫ ফেব্রুয়ারি গোয়াতে ফিরে যান। যখনই তিনি কোনও শিলান্যাস কিংবা বা জনসাধারণের মাঝে কোনও কাজে গেছেন তখনই তাঁকে চিকিৎসার সঞ্জাম নিয়েই সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে।  তখন পাররিক হলেন গত কয়েকদিনে, তিনি চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত ছিলেন। ন্যাসোগ্যাস্ট্রিক নল তাঁর মুখের উপর দেখা গেছে।

পারিকর বলেছিলেন- “আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের দিন পর্যন্ত ন্যায়ের সঙ্গে সততাত্র সঙ্গে গোয়ার সেবা করে যাব। আমার আবেগ আছে এবং তা অনেক উঁচুতে-সে ব্যাপারে আমি সম্পূর্ণ সচেতন।”

চার বার মুখ্যমন্ত্রী থেকেছেন পারিকর

১) ২৪শে অক্টোবর ২০০০ থেকে মনোহর পারিকর প্রথমবারের মত গোয়ার মুখ্যমন্ত্রী হন। তাঁর সরকার ২০০২ সালের ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী ছিল। ২০০২ থেকে ২০০৫ সালের দ্বিতীয় সময়,  ২০১২ সাল থেকে 8 ২০১৪ সালের ৮ই নভেম্বর পর্যন্ত তৃতীয়বার এবং ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত চতুর্থবার তিনি গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালাচ্ছিলেন।

পারিকরের স্ত্রী-ও ক্যান্সারে মারা যান

১) ২০০১ সালে পারিকরের স্ত্রী মেধা পারিকরও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর দুই সন্তান- উপ্পল এবং অভিজাত। উপ্পল আমেরিকার মিচিগান স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেন। অভিজাত ব্যবসা করছেন।

Published on: মার্চ ১৮, ২০১৯ @ ১০:৪৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 − 70 =