আলিপুর চিড়িয়াখানায় আনা হল এবার জলহস্তী আর নানা জাতের হরিণ

Main দেশ বন্যপ্রাণ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১০, ২০২৪ at ১৫:২৯

এসপিটি নিউজ, কলকাতা, ১০ সেপ্টেম্বর: আরও বন্যপ্রাণী এল আলিপুর চিড়িয়াখানায়। গত 28  আগস্টের পর ফের 9  সেপ্টেম্বর সোমবার ওড়িশার নন্দনকানন থেকে দ্বিতীয় দফায় এক জোড়া জলহস্তী, নানা ধরনের মোট 11টি হরিণ । প্রাণী হস্তান্তর বিনিময় কর্মসূচি অনুযায়ী এই প্রাণীগুলিকে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আলিপুর জুওলজিক্যাল গার্ডেন ( আলিপুর চিড়িয়াখানা)-র ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত জানিয়েছেন,  একজোড়া জিরাফ, 2 জোড়া সবুজ ইগুয়ানা এবং মনিটর টিকটিকির বিনিময়ে, আলিপুর চিড়িয়াখানা নন্দনকানন চিড়িয়াখানা ভুবনেশ্বর থেকে এক জোড়া জলহস্তী, এক জোড়া জলা হরিণ, চারটি শিংওয়ালা হরিণ এবং 5টি হগ হরিণ (2 পুরুষ 3 মহিলা) নিয়ে এসেছে ব৯ সেপ্টেম্বর, 2024 সোমবার। এর আগে গত ২৮ আগস্ট , 2024 প্রথম দফায় এক জোড়া সিংহ, একটি স্ত্রী বাঘ, এক জোড়া হিমালয় ব্ল্যাক বিয়ার এবং দুই জোড়া ইঁদুর হরিণ এক সপ্তাহ আগে আনা হয়েছিল।

এই প্রাণী বিনিময় কর্মসূচি হয় মূলতঃ সেন্ট্রাল জু অথোরিটি ও চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন-এর অনুমতি সাপেক্ষে। মূলতঃ দুই রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মিললেই হয়ে থাকে এই প্রাণী বিনিময় কর্মসূচি। ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত জানিয়েছেন, প্রথম দফায় নিয়ে আসা প্রাণীগুলির মধ্যে কিছু দর্শকদের দেখার নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়েছে। বাকিগুলিকে আর কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখার পরেই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

তবে, এই প্রাণীগুলির আগমনে আলিপুর চিড়িয়াখানা আরও সমৃদ্ধ হল বলা যেতেই পারে। চিড়িয়াখানার বর্তমান ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্তএর উপস্থিতিতে এই বছর বেশ কিছু প্রাণী এসেছে। এবছর এখনও পর্যন্ত যে প্রাণীঊগুলি নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়, তা নিচে উল্লেখ করা হল-

গত 4 মার্চ 2024:  আলিপুর চিড়িয়াখানায় নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে নিয়ে আসা হয় এক জোড়া পুরুষ ও স্ত্রী বাঘ।  আনা হয় একটি মালয়ান তাপির।

25 এপ্রিল 2024: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম হুও অলিজিক্যাল গার্ডেন থেকে পশু বিনিময়ের কর্মসূচি অনুযায়ী নিয়ে আসা হয়েছিল একটি সাদা রঙের বেঙ্গল টাইগার, এক জোড়া রিং লেজযুক্ত লেমুর, ধূসর নেকড়ে, ডোরাকাটা হায়েনা, কালো রাজহাঁস এবং 5টি বন্য কুকুর এবং 3টি হগ হরিণ।

30 এপ্রিল 2024:  নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে একটি কিং কোবরাকে নিয়ে আসা হয়।

28 আগস্ট 2024: ওড়িশার নন্দনকানন জুওলজিক্যাল গার্ডেন থেকে এক জোড়া সিংহ , একটি বাঘ সহ একাধিক প্রাণী নিয়ে আসা হয়েছে।

তবে এখন আর নতুন প্রাণী নিয়ে আসার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন আলিপুর জুওলজিক্যাল গার্ডেনের ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত।

Published on: সেপ্টে ১০, ২০২৪ at ১৫:২৯


শেয়ার করুন