অঙ্কন প্রতিযোগিতায় নৈহাটি সেন্ট লিউক’স ডে স্কুলের জয়জয়কার
Published on: ডিসে ২৯, ২০২৪ at ২০:৩০
এসপিটি নিউজ, কলকাতা, ২৮ ডিসেম্বর: গতকাল ২৭ ডিসেম্বর ছিল হিন্দি মেলার তৃতীয় দিন। এদিন রাজাবাজারে ফেডারেশন হল সোসাইটিতে অঙ্কন, কবিতা পোস্টার এবং হিন্দি জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রেম এনং হিংসা বিষয়ের উপর আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা বিশ্বকে রক্ষা করার ভাবনা এবং হিংসার বিরুদ্ধে ছবি এঁকেছে। এই ক্ষেত্রে বিচারক চিত্রশিল্পী পার্থপ্রিয় চ্যাটার্জী বলেছেন যে অঙ্কন আমাদের কল্পনাশীলতা এবং সৃজনাত্মকতাকে বিস্তার করে। কার্তিক বাসফোর জানান- হিন্দি মেলার এই আয়োজন নয়া প্রজন্মকে প্রত্যোৎসাহিত করার কাজ করে চলেছে।
এখানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. রামপ্রবেশ রজক, ললিত এম খৈমানী, মিশনের সংরক্ষক রামনিবাস দ্বিবেদী। কাব্য আবৃত্তির ‘ক’ বিভাগের শিখর সম্মান পেয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওঙ্কার ব্যানার্জী, প্রথম স্থান বেথুন কলেজের সঞ্জনা জয়সওয়াল, দ্বিতীয় স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোমল সিংহ, তৃতীয় স্থান পেয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফারহান আজিজ। প্রথম বিশেষ পুরস্কার বিদ্যাসাগর বিশ্ববদ্যালয়ের রুথ কর, দ্বিতীয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নেহা সিংহ, এবং তৃতীয় আরবিসি ফর উইমেন্সের শিল্পী গুপ্তা , চতুর্থ আরবিসি ফর ডে-র আরবাজ খান, পঞ্চম হয়েছেন দু’জন- রাহুল ভুজেল ও অরিত্রি রায়, আরবিসি সান্ধ্যর প্রথম সান্ত্বনা সংযুক্ত, অনুপমা বর্মা এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নেসার আনসারি।
অঙ্কন প্রতিযোগিতায় শিশু বিভাগে ‘শিখর ‘ সম্মান পেয়েছে নৈহাটি সেন্ট লিউক’স ডে স্কুলের ঋতু জয়সওয়াল, প্রথম স্থান পেয়েছে খালসা স্কুলের সংস্কার যাদব, দ্বিতীয় কেন্দ্রীয় বিদ্যালয়ের দেবপ্রিয় ঘোষ, তৃতীয় বেলী ওয়ার্ল্ড স্কুলের অ্যাময়রা ইন্ডাস, প্রথম বিশেষ পুরস্কার পেয়েছে শালিমার হিন্দি প্রাইমারী স্কুলের লোকেশ রেড্ডি, দ্বিতীয় ও তৃতীয় স্থান নৈহাটি হরপ্রসাদ প্রাইমারি ইস্টিটিউশনের পঙ্কজ কুমার, বিরাজ প্রসাদ, চতুর্থ ও পঞ্চম সিস্টার নিবেদিতা অ্যাকাডেমির বিশেষ সৃষ্টি, শিবাংশ সাউ।
বিভাগ ‘অ’ এ শিখর সম্মান পেয়েছে নৈহাটি সেন্ট লিউক’স ডে স্কুলের কৌস্তভ পাল। এছাড়াও এই বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানের পুরস্কারও তুলে নিয়েছে নৈহাটির সেন্ট লিউক’স ডে স্কুলের দুই ছাত্রী প্রথম ইশিকা দাস ও দ্বিতীয় অনুরিমা পাল। তৃতীয় শ্রুতি সাউ, প্রথম সান্ত্বনা আরতি ওঝা রিসন্ডা, দ্বিতীয় সান্ত্বনা জডন্তিয়া আর্টস ফাউন্ডেশনের রোহন কুমার গুপ্তা, তৃতীয় কাঁকিনাড়া আর্য বিদ্যালয়ের আলীনা পারভিন, চতুর্থ সেন্ট লিউক’স ডে স্কুলের অদিতি সাউ, পঞ্চম চিত্রলেখা আর্ট সেন্টারের রীতিকা রজক, ষষ্ঠ সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বৈভবী ছাজের, সপ্তম হয়েছে ওরিয়েন্টাল পাবলিক স্কুলের প্রত্যুষা দে।
কবিতা পোস্টার প্রতিযোগিতায় শিখর সম্মান পেয়েছেন এমিটি ইউনিভার্সিটির রাহুল কুমার নায়ক, প্রথম হয়েছেন মান সিং তোমর সঙ্গীত এবং কলা বিদ্যালয়ের সমাভা সেনরাজা, দ্বিতীয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আকাঙ্খা গুপ্তা, তৃতীয় বিশাল ভগত। সান্ত্বনা পুরস্কার পেয়েছে এজেসি বোস কলেজের অঙ্কিত কুমার, গুরুদাস কলেজের প্রাচী পান্ডে, শ্রী অগ্রসেন কলেজের শীতল কুমারী এবং শ্রী শিক্ষায়তন কলেজের প্রিয়া সাউ।
হিন্দি জ্ঞান প্রতিযোগিতায় ডিজিটাল রূপের সঞ্চালনা করেন রাজেশ সাউ, উত্তম ঠাকুর, ডা. ইবরার খান, প্রফেসার লিলি শাহ,, রুপেশ কুমার যাদব, সুষমা কুমারী এবং বিশাল সাউ । অঙ্কন প্রতিযোগিতার সঞ্চালনা করেছেন ডা. সুমিতা গুপ্তা, সঞ্জনা জয়সওয়াল, মুকেশ পন্ডিত, মঙ্গল পান্ডে, রাজেশ প্রসা্দ, অনুরাধা ভগত, সুজাতা ভগত, কামনা দীক্ষিত। জ্ঞান প্রতিযোগিতার শিখর সম্মান অধ্যয়ন কেন্দ্র প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় কল্যাণী বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে।
Published on: ডিসে ২৯, ২০২৪ at ২০:৩০