উন্নয়নের কাজে চাই একশোয় একশো, পঞ্চায়েত ভোটের আগে ডেবরায় কি সেকথাই বলবেন মমতা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মার্চ ২০, ২০১৮ @ ২১:১১

এসপিটি নিউজ, ডেবরা, ২০ মার্চঃ মানুষের জন্য কাজ করে যাওয়া, সময়ের আগের তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের সেবায় দল ও দলের কর্মী-নেতাদের নিয়োজিত করার কথা তিনি সব সময় বলে চলেছেন। প্রতি মাসেই তিনি প্রশাসনিক রিভিউ মিটিং করতে ছুটে যাচ্ছেন একের পর এক জেলায়। কয়েক দিন আগে তিনি সেরে এসেছেন তাঁর উত্তরবঙ্গ সফর। এখন শুরু হয়েছে তাঁর দক্ষিণবঙ্গ সফর।উন্নয়নে পশ্চিমবঙ্গ যে খাতায়-কলমে শুধু ভাল করছে না বাস্তবে তার রূপায়ন করে চলেছেন তা কিন্তু প্রতি নিয়ত প্রমাণ দিয়ে চলেছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় আর একটি সভা থেকে সেই উন্নয়নের আরও নতুন কিছু বার্তা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করবেন একাধিক শিলান্যাস ও উদ্বোধনও। তাঁর সরকার যে কাজ করে চলেছে সেটা যে একশোয় একশো হতে হবে মুখ্যমন্ত্রী সেই বার্তাও দেবেন মানুষকে। দলীয় কর্মী-নেতাদের দেবেন কিছু নির্দেশ।

আগামিকাল বুধবার দু’দিনের সফরে পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি প্রায় শেষ। মুখ্যমন্ত্রীর সভাস্থল মঙ্গলবার থেকেই চলে গেছে পুলিশের নিয়ন্ত্রণে। জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি জানান, দু’দিনের সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী ২৬৮টি প্রকল্পের শিলান্যাস ও ২৫০ট প্রকল্পের উদ্বোধন করবেন। শিলান্যাসের প্রকল্পগুলির জন্য খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। আর যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন তার জন্য খরচ হয়েছে ৩২৬ কোটি টাকা। এর আগে শালবনীতে ২৩২টি প্রকল্পের শিলান্যাস ও ২৮৩টি প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি যে উন্নয়নের কাজে একশোয় একশো করতে চান সেটা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে।পঞ্চায়েত নির্বাচনের আগে সেটাই ভালো করে আরও পরিষ্কার করে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার এই সভা শেষ করে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। এর পর তিনি কলকাতার উদেশে রওনা হয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে ডেবরায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই সভাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যেও উৎসাহ দানা বেধেছে।

Published on: মার্চ ২০, ২০১৮ @ ২১:১১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 + = 33