গীতা সকলের জন্য প্রাসঙ্গিক- হিংলাজ দন রতনু

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০২৪ at ০০:৪২

এসপিটি নিউজ, কলকাতা, ৩১ ডিসেম্বর:  কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ দফতরে এক সৌজন্য সাক্ষাত করেন সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল। এদিন তার হাতে গীতা সহ তিনটি মূল্যবান পুস্তক তুলে দেন কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও আরটিডিসি-র কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রতনু। সেইসময় তিনি গীতা প্রসঙ্গে বলেন- সীতা এমনই এক মূল্যবান গ্রন্থ যা সকলের জন্য প্রাসঙ্গিক।

এদিন সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পালের হাতে “গীতা-প্রবোধনী”, “আহার নিরামিষ না আমিষ? সিদ্ধান্ত নিজেই নিন”, “প্রশ্নোত্তর মণিমালা” তিনটি পুস্তক তুলে দেন রাজস্থানের সরকারের কলকাতায় দায়িত্বপ্রাপ্ত তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রতনু। এদিন তিনি বলেন- “গীতা আমাদের সকলের কাছে এমন একটি গ্রন্থ যা আমাদের কার্যক্ষেত্রে জীবনে চলারর পথে আমাদের প্ররণা দেয়। এই গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নি;সৃত বানী আমাদের জীবনে এক ইতিবাচক শক্তি যোগায়।

রাজস্থানের সঙ্গে বাংলার দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন হিংলাজ দন রতনু। তিনি বলেন- একটা সময় ছিল যখন রাজস্থানের রাজপরিবারে বাংলা থেকে শিক্ষক নিয়ে যাওয়া হত। বাঙালিরা শিক্ষা-সংস্কৃতির দিক থেকে এগিয়ে থাকায় রাজস্থানের রাজপরিবার সবস্ময় বাঙালি শিক্ষকদের বিশেষ সম্মান দিয়েছে।

একই সঙ্গে এদিন রাজস্থানের পর্যটন নিয়ে সেখানকার বর্তমান সরকার খুব ভাল কাজ করছে বলেও জানান রাজস্থান সরকারের এই আধিকারিক।

Published on: ডিসে ৩১, ২০২৪ at ০০:৪২


শেয়ার করুন