ক্রিকেট মাঠেও এখন ‘এলডারলি কেয়ার সার্ভিসেস’

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২, ২০২৫ at ০০:৪৯

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১ ফেব্রুয়ারি: কলকাতায় শুরু হয়েছে বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ ক্রিকেট প্রতিযোগিতা। আর সেখানে এল্ডারলি কেয়ার নিজেদের সেবা তুলে ধরেন খেলোয়াড়দের সামনে। এটি 911i এর অংশ। আর এই এল্ডারলি কেয়ার সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া ( টাফি)-র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি।

টাফি’র ন্যাশোনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেন- একটা টিম হিসাবে এল্ডারলি কেয়ার কাজ করে চলেছে। নতুন স্টার্টাপ হয়েছে। আজ এখানে বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপে একটি কাউন্টার খোলা হয়েছে। এজন্য কোনও চার্জ আমরা এখানে রাখিনি।

এই পরিষেবা মূলত পার্সোনালাইজ। অর্থাৎ রাতে আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা আছেন। অথচ সেখানে তাদের ছেলে-মেয়েরা থাকে না । তারা বাইরে থাকে। এক্ষেত্রে তাদের আমরা সেবা দিয়ে থাকি। ডাক্তার নার্স দরকার পড়লে তারও ব্যবস্থা করে থাকি। একতা সম্পূর্ণ প্যাকেজ করা আছে। যে কোন ও ধরনের মেডিক্যাল হেল্প আমরা দিয়ে থাকি। জানালেন এই সংস্থার পক্ষে অনিল পাঞ্জাবি।

তিনি বলতে থাকেন এই মুহূর্তে এটা শুধুমাত্র কলকাতায় রয়েছে। ধীরে ধীরে সারা দেশে খোলার ব্যবস্থা করব। এখানে যাদের দেখছেন এরা একটা টিম হিসাবে কাজ করে থাকে। এদের মধ্যে নার্স আছে, রোগীকে দেখার জন্য লোক আছে, ওষুধ বাড়িতে পৌঁছে দেওয়ার কাজও আছে। বাইরে থেকে এসে অনেকেই বার্তা দিয়ে যাচ্ছে যে – আমাম্র বাবা-মা বেশ ভালভাবেই আছে। তারা নিরাপদে আছে। সুরক্ষিত আছে।

  •  এল্ডারলি কেয়ার এখন যে পরিষেবাগুলি দিচ্ছে , তা হল-
  • এমারজেন্সি সাপোর্ট অ্যাট হোম
  • অ্যাম্বুলেন্স সাপোর্ট
  • নার্স এন্ড ফার্স্ট-এইড সাপোর্ট
  • ফিজিওথেরাপি সার্ভিসেস
  • সৌজন্য সাক্ষাৎ প্রতি মাসে
  • কোর এক্সিকিউটিভ অন ডিমান্ড
  • জেনারেল ফিজিসিয়ানরা সাক্ষাৎ করবেন
  • জোগা ক্লাস
  • ব্লাড ইনভেস্টিগেশন
  • গাড়ি ভাড়া
  • ট্যুর গাইড

Published on: ফেব্রু ২, ২০২৫ at ০০:৪৯


শেয়ার করুন